• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে ৬ 'মাদক কারবারী' গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

বাংলাদেশ

কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে ৬ 'মাদক কারবারী' গ্রেপ্তার

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ সেপ্টেম্বর ২০২১

ঢাকার কেরানীগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে ২০০ বোতল ফেনসিডিল ও ৩০ কেজি গাঁজাসহ ছয় মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার বিকালে র‌্যাবের মিডিয়া সেলে থেকে বিষয়টি নিশ্চিত করেন। র‌্যাব- ১০ জানান, গত সোমবার মধ্যরাতে র‌্যাবের অভিযানে দক্ষিন কেরাণীগঞ্জ থানার নতুন রাস্তা এলাকায় ও কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে ২০০ বোতল ফেনসিডিল ও ৩০ কেজি গাঁজাসহ ০৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ নুরে আলম (২৭), মোঃ হাবিবুল্লাহ্ (৩৫), মোঃ রাসেল রানা (৩৮), মোঃ মানিক (৫৩), মোঃ সজিব (২৫) ও মোঃ নাইম (২৫)।

এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ২টি প্রাইভেটকার, ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads