• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
স্কুলছাত্রীর অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় চার যুবক রিমান্ডে 

প্রতিনিধির পাঠানো ছবি

বাংলাদেশ

স্কুলছাত্রীর অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় চার যুবক রিমান্ডে 

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর ২০২১

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে স্কুল ছাত্রীর অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় চার যুবককে ২ দিন করে রিমান্ড দিয়েছে আদালত। রোববার দুপুর ১টার দিকে ওই চার আসামিকে আদালতে হাজির করা হলে মুন্সিগঞ্জ আমলি আদালত-৪ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুক্তা মন্ডল আসামিদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত শুক্রবার ওই আসামিদের সাত দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠায় টঙ্গীবাড়ী থানা পুলিশ।

ওই স্কুলছাত্রীর মায়ের দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, টঙ্গিবাড়ী উপজেলার আমতলী গ্রামের মেয়ে টঙ্গিবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর (১৫) সাথে একই উপজেলার মারিয়ালয় গ্রামের শিমুল বেপারীর ছেলে সাগর বেপারীর (২২) সাথে বন্ধুত্ব গড়ে উঠে। পরে গত ৫/৬দিন আগে সাগর বেপারী ওই স্কুল ছাত্রীর মায়ের মোবাইল হোয়াটস অ্যাপে ফোন করে চ্যাটিংয়ের মাধ্যমে স্কুলছাত্রীর অশ্লীল ছবি ধারণ করে রাখে। পরে ধারণ করা ছবিগুলো ওই স্কুল ছাত্রীর মায়ের মোবাইলে পাঠিয়ে স্কুল ছাত্রীকে আরো অশ্লিল ভিডিও পাঠাতে বলে। এতে ওই স্কুল ছাত্রী রাজি না হলে ওই ধারণকৃত ভিডিওগুলো ভাইরাল করে দেওয়ার হুমকি প্রদান করে। পরে ওই ধারনকৃত ভিডিওগুলো সাগর তার ৪ বন্ধু আমতলী গ্রামের সিয়াম (১৯), রায়হান (১৯),মুন্না শেখ (১৯) ও মুন্না শিকদার (১৯) এর নিটক ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রেরণ করে। পরে ওই স্কুল ছাত্রী তার মাকে জানালে তার মা ওই ৪ জনকে তাদের কাছে দেওয়া ভিডিও মুছে দিতে বললে তারা না মুছে দিয়ে তাদের বন্ধুদের ম্যাসেঞ্জারে পাঠাতে থাকে। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা টঙ্গিবাড়ী থানায় বৃহস্পতিবার রাতে ৫ জনকে আসামী করে টঙ্গিবাড়ী থানায় অভিযোগ দায়ের করে। পরদিন শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার আমতলী পোড়া মসজিদের সামনে হতে সাগরের ৪ বন্ধু সিয়াম (১৯), রায়হান (১৯),মুন্না শেখ (১৯) ও মুন্না শিকদারকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ বলে নিশ্চিত করেছেন টঙ্গিবাড়ী থানা এসআই রিয়াজুল ইসলাম। আসামী সাগর বেপারী পলাতক রয়েছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গিবাড়ী থানা এসআই রিয়াজুল ইসলাম বলেন, ৪ আসামিকে গ্রেপ্তার করে ৭ দিন করে পুলিশ রিমান্ড চেয়ে শুক্রবার আদালতে প্রেরণ করা হলে আদালত শুনানি শেষে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads