• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
যায়যায়দিনের নজরুল সভাপতি, ডিবিসি নিউজের বাপী সাধারণ সম্পাদক

প্রতিনিধির পাঠানো ছবি

বাংলাদেশ

রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ এর নতুন কমিটি

যায়যায়দিনের নজরুল সভাপতি, ডিবিসি নিউজের বাপী সাধারণ সম্পাদক

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ নভেম্বর ২০২১

সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জের নতুন কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সংগঠনটির সভাপতি পদে যায়যায়দিনের প্রতিনিধি এসএম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে ডিবিসি’র প্রতিনিধি সুব্রত সাহা বাপী নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৩ নভেম্বর) দুপুরে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টের হল রুমে সহ-সভাপতি প্রসূন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংগঠনটির ১২তম বার্ষিক সাধারন সভায় ডেইলি আবজারভারের মোজাম্মেল হোসেন মুন্না, বাসসের হায়দার হোসেন, বাংলাদেশ প্রতিদিনের আমিনুল হাসান শাহীন, যায়যায়দিনের এসএম নজরুল ইসলাম, চ্যানেল-২৪ এর রাজীব আহম্মেদ রাজু বক্তব্য রাখেন।

দৈনিক নবধারার সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ডিবিসি’র প্রতিনিধি সুব্রত সাহা বাপী, বাংলানিউজ ২৪ডটকম এর একরামুল কবীর, রাইজিংবিডির বাদল সাহা, ভোরের কাগজের সলিল বিশ্বাস মিঠু, কালের কন্ঠের টুঙ্গিপাড়া প্রতিনিধি আমিনুর রহমান, ভোরের ডাকের সৈয়দ আকবর হোসেন, গ্রামের কাগজের শৈলেন্দ্রনাথ মজুমদার।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিনের আমিনুল হাসান শাহীন, বাসসের হায়দার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক পদে বাংলা নিউজ২৪ডটকম এর একরামুল কবীর, ভোরের কাগজের সলিল বিশ্বাস মিঠু, সাংগঠনিক সম্পাদক পদে নিউজ-২৪ এর মুন্সী মোহাম্মদ হুসাইন ও দৈনিক নবধারার মেহেদী হাসান, কোষাধ্যক্ষ পদে ভোরের ডাকের সৈয়দ আকবর হোসেন, দপ্তর সম্পাদক পদে গ্রামের কাগজের শৈলেন্দ্রনাথ মজুমদার।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন, ইত্তেফাকের খন্দকার এহিয়া খালেদ সাদী, ডেইলি অবজারভারের মোজাম্মেল হোসেন মুন্না, কালের কন্ঠের প্রসূন মন্ডল, দেশ রূপান্তরের রাজীব আহম্মেদ রাজু, রাইজিংবিডির বাদল সাহা, কালের কন্ঠের কোটালীপাড়া প্রতিনিধি মিজানুর রহমান বুলু, কালের কন্ঠ, টুঙ্গিপাড়া প্রতিনিধি আমিনুর রহমান।

সদস্যরা হলেন, যুগান্তরের কোটালীপাড়া প্রতিনিধি এইচএম মেহেদী হাসনাত, ইত্তেফাকের কোটালীপাড়া প্রতিনিধি গৌরাঙ্গ লাল দাস, সমকালের কোটালীপাড়া প্রতিনিধি রতন সেন কংকন, আজকের পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি জাহিদুল ইসলাম, যায়যায়দিনের কাশিয়ানী প্রতিনিধি নিজামুল আলম মুরাদ ও বার্তা-২৪ এর গোপালগঞ্জ প্রতিনিধি জে এম মাসুদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads