• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

বাংলাদেশ

মির্জাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ ডিসেম্বর ২০২১

টাঙ্গাইলের মির্জাপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মির্জাপুর থানায় ৫০বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের নানা কর্মসূচির শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে মির্জাপুর কেন্দ্রীয শহীদ মিনারে প্রশাসন থেকে শুরু করে নানা সংগঠনের শত শত মানুষ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। বেলা ৮টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্যারেড গ্রাউন্ডে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। আনুষ্ঠানিকভাবে শান্তির প্রতীক পায়রা ও কবুতর উড়ানোর পর কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, ওসি মোহাম্মাদ রিজাউল হকসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও হাজারো জনগণ অনুষ্ঠানে যোগ দেয়।

পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়। বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান হয়। বিকেলে প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে শপথ অনুষ্ঠান ও সন্ধ্যায় আলোচনা ও দেশ বরেণ্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads