• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

বাংলাদেশ

ভেলার ৮ ইউনিয়নে ৯টিতে আ.লীগ, ৩টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

  • অচিন্ত্য মজুমদার, ভোলা
  • প্রকাশিত ০৬ জানুয়ারি ২০২২

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলা সদর উপজেলায় ১২টি ইউনিয়নে বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন অফিসের প্রাপ্ত প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী ৯টিতে আওয়ামী লীগ ও ৩টি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন।

এদের মধ্যে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী লিয়াকত হোসেন মনসুর ১০৮০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামীক শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতিকের মাওলানা আবদুল রহিম পেয়েছেন ১১০৭ ভোট। দক্ষিণ দিঘলদী ইউনিয়নে নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী ইফতারুল হাসান স্বপন ১৪৬৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী নওশাদ হোসেন পেয়েছেন ২৯২ ভোট।

বাপ্তা ইউনিয়নে নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা ১০৩৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন পেয়েছেন ৪৭৮২ ভোট।

রাজাপুর ইউনিয়নে আওয়ামী লীগের স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকের প্রার্থী রেজাউল হক মিঠু চৌধুরী ৬৩১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামীক শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতিকের ইমাম হোসেন দফাদার পেয়েছেন ৩৬১৭ ভোট। এই ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী মোঃ মিজানুর রহমান ৩২২৬ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

ভেদুরিয়া ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোস্তফা  কামাল ৪৭৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামীক শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতিকের হাফেজ মুহাম্মদ কালিমুল্লা পেয়েছেন ৩৬৮২ ভোট। এই ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী মোঃ আবদুল হাই ৩৬৭৬ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

পূর্ব ইলিশা ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ছোটন ৬৭০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মোঃ সিরাজ উদ্দিন পেয়েছেন ৩৫৬০ ভোট। এই ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী মোঃ সোহরাওয়ার্দী ৩২৪৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

ভেলুমিয়া ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস ছালাম মাস্টার ৯২২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামীক শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতিকের মোঃ জাহাঙ্গীর আলম পেয়েছেন ৫৪৮৩ ভোট।

পশ্চিম ইলিশা ইউনিয়নে নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী জহিরুল ইসলাম ১২৫৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামীক শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতিকের মোঃ নুরে আলম পেয়েছেন ২০০৮ ভোট।

ধনিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী এমদাদুল ইসলাম কবির ৮০১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মোঃ ফেরদাউস পেয়েছেন ৪৪১০ ভোট।

শিবপুর ইউনিয়নে নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী   জসিম উদ্দিন ৮৬৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী শিরাজুল ইসলাম পেয়েছেন ২৬০ ভোট।

চরসামাইয়ায় নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন মাতাব্বর ৭৭৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামীক শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতিকের মোঃ তরিকুল ইসলাম পেয়েছেন ২৩০৪ ভোট।

এছাড়া আলীনগর ইউনিয়নে নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী বশির আহমেদ ৭৬৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামীক শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতিকের মোঃ আব্দুল মমিন পেয়েছেন ৬৬১ ভোট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads