• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
দেশেই বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতিতে ‘লেজার সার্জারি’

সংগৃহীত ছবি

বাংলাদেশ

দেশেই বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতিতে ‘লেজার সার্জারি’

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ জানুয়ারি ২০২২

ঘাড় ও কোমরসহ মেরুদন্ডের ব্যথায় হাড়-মাংস না কেটে এখন বাংলাদেশেই বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি লেজার সার্জারির মাধ্যমে রোগীকে পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব। যুক্তরাষ্ট্রের ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ‘নিরাপদ’ স্বীকৃতিপ্রাপ্ত এ পদ্ধতিতে কোনো ঝুঁকি ও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই আমাদের বাংলাদেশেও তা সম্ভবপর বলে জানালেন বাংলাদেশের এক ডাক্তার।

শনিবার দুপুরে আফতাব নগরে বিএলসিএস ইনস্টিটিউট ও হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক ডা: মোহাম্মদ ইয়াকুব আলী তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক আলাপচারীতায় এ কথা জানান।

ডা. ইয়াকুব আলী বলেন, ‘এ পদ্ধতিতে রোগীকে অজ্ঞান করতে হয় না বলে এতে ডায়াবেটিক এবং হৃদরোগীদের জন্যও সম্পূর্ণ নিরাপদ।

লেজার চিকিৎসা কাটা-ছেঁড়াবিহীন অত্যন্ত অল্প সময়ে হওয়াতে খুব দ্রুত সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠছে। ডা. ইয়াকুব আলী আরও বলেন, লেজার চিকিৎসার মাধ্যমে স্থানচ্যুত নরম হাড় আগের অবস্থায় ফিরে আসে এবং মেরুদন্ডের কর্ড ও নার্ভরুটের উপর থেকে চাপ কমে গিয়ে রোগী স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। লেজারের অপটো-থারমো-মেকানিক্যাল স্টিমুলেশনের মাধ্যমে ছিঁড়ে যাওয়া চারপাশের শক্ত আঁশ ও ছোট ছোট রক্তনালীর ক্ষমতা ফিরিয়ে আনা সম্ভব। এছাড়াও ‘লেজার চিকিৎসার মাধ্যমে শুধু মেরুদন্ডই নয়- কাটা-ছেঁড়া না করেই অত্যন্ত অল্প সময়ে মহিলাদের জরায়ুমুখের প্রদাহ ও ক্ষত সম্পূর্ণভাবে সারিয়ে তোলা সম্ভব। এমনকি কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে টঝঋউঅ এই পদ্ধতিকে নিরাপদ ও কার্যকর বলে স্বীকৃতিও রয়েছে। এপর্যন্ত অসংখ্য রোগীর সেবা দিয়েছি আমরা।তারা এখন পুরোপুরি সুস্থ্য হয়েছেন; এমনকি অনেকের সংসার ভেংগে যাবার উপক্রম থেকেও মুক্তি পেয়ে কৃতজ্ঞতা বোধ করছেন আমাদেরকে। "বিএলসিএস ইনস্টিটিউট আ্যন্ড হসপিটাল"টি গড়ে উঠেছে বাড়ী-২,রোড-২,সেক্টর ২, ব্লক-ডি আফতাবনগর, ঢাকায়। পরামর্শ যোগাযোগ নম্বর-০১৭১৬১৪০৮৩৩ ও ০১৭৫১৯৩১৫৩০। সূত্র: বিজ্ঞপ্তি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads