• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯
গোপালগঞ্জে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

বাংলাদেশ

গোপালগঞ্জে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জুলাই ২০২২

গোপালগঞ্জ জেলা শহরের গেটপাড়া খালে গোসল করতে গিয়ে দুই শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এরা শহরের রংধনু স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী। আজ শুক্রবার দুপুরে গেটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলো-গেটপাড়ার বাসিন্দা সেলিম খন্দকারের ছেলে নাবিল খন্দকার আরমান (১২) ও একই এলাকার মফিজুর রহমান মীরের ছেলে হৃদয় মীর (১২)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে তিন বন্ধু গেটপাড়া খালে গোসল করতে নামে। এর মধ্যে সাঁতার না জানায় আরমান ও হৃদয় পানি ডুবে যায়। এ সময় তাদের অপর বন্ধু আপনও (১১) পানিতে ডুবে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে এগিয়ে আসে এবং আপনকে উদ্ধার করে।

পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মিরা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরমান ও হৃদয়কে মৃত ঘোষণা করেন। অসুস্থ আপনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads