• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯

শাহজালাল ইসলামী ব্যাংকের লোগো

ছবি সংরক্ষিত

পুঁজিবাজার

শাহজালাল ইসলামী ব্যাংকের ১০ লাখ শেয়ার কিনবেন একে আজাদ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১২ জুলাই ২০১৮

শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও আর্টিস্টিক ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ ব্যাংকটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে আজ বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, শাহজালাল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও আর্টিস্টিক ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ ব্যাংকটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

আগামী ৩০ কার্যদিবসে পাবলিক মার্কেটে ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে বর্তমান বাজার দরে তাকে এসব শেয়ার কেনা শেষ করতে হবে।

শাহজালাল ইসলামী ব্যাংকের মোট শেয়ারের মধ্যে ৪৬ দশমিক ১৩ শতাংশ পরিচালকের হাতে রয়েছে। এছাড়া ১৭ দশমিক ০৭ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৩৪ শতাংশ শেয়ার বিদেশি এবং ৩৬ দশমিক ৪৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে।

২০০৭ সালে পুঁজিবাজারে আসা শাহজালাল ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার কোটি টাকা ও অনুমোদিত মূলধন ৭৭১ কোটি ৪২ লাখ টাকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads