• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের লোগো

ছবি সংগৃহীত

পুঁজিবাজার

সর্বাধিক দর বাড়ার শীর্ষে পেনিনসুলা চিটাগং

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৩ জুলাই ২০১৮

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সর্বাধিক দর বাড়া কোম্পানির শীর্ষে ছিল দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড। সপ্তাহ জুড়ে সেবা ও আবাসন খাতের এ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪০ দশমিক ৫১ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সপ্তাহ জুড়ে কোম্পানিটির ৬৪ কোটি ৮৩ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতিদিন ছিল ১২ কোটি ৯৬ লাখ ৭৭ হাজার ৮০০ টাকা।

গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের শেয়ার সর্বশেষ ২৩ টাকা ৭০ পয়সা দরে বিক্রি হয়। আর শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

পেনিনসুলা চিটাগং ৩০ জুন ২০১৭ সমাপ্ত ২০১৭ হিসাব বছরে  ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৩ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে ৩০ টাকা ৬৮ পয়সা।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের ইপিএস হয়েছে ১৫ পয়সা; আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৮ পয়সা।

২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড। ’বি’ ক্যাটাগরিতে থাকা কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১১৮ কোটি ৬৬ লাখ টাকা।

এ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে লিগ্যাসি ফুটওয়্যারের ৩৮ দশমিক ৯৬ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২৭ দশমিক ১৬ শতাংশ, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের ২৩ দশমিক ১৩ শতাংশ, কনফিডেন্স সিমেন্টের ২২ দশমিক ৩১ শতাংশ, এইচআর টেক্সটাইলের ২১ দশমিক ০২ শতাংশ, সায়হাম টেক্সটাইল মিলসের ১৮ দশমিক ৯১ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ১৮ দশমিক ৫০ শতাংশ, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের ১৬ দশমিক ৯২ শতাংশ এবং কেডিএস অ্যাক্সেসরিজের ১৬ দশমিক ৮৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads