• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
এস্কয়ার নিট কম্পোজিটের আইপিও অনুমোদন

এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড

সংগৃহীত ছবি

পুঁজিবাজার

এস্কয়ার নিট কম্পোজিটের আইপিও অনুমোদন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ সেপ্টেম্বর ২০১৮

বুক বিল্ডিং পদ্ধতিতে এস্কয়ার নিট কম্পোজিটের শেয়ারের প্রান্ত-সীমা (কাট-অফ প্রাইস) নির্ধারণের পর প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল কমিশনের নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। বুক বিল্ডিং পদ্ধতিতে যোগ্য বিনিয়োগকারীদের নিকট এ কোম্পানির শেয়ার ৪৫ টাকায় ইস্যু করা হলেও সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ হ্রাসকৃত মূল্যে লটারির মাধ্যমে এ কোম্পানির শেয়ার বরাদ্দ পাবেন।

এস্কয়ার নিট কম্পোজিট পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে। এর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে ৯৩ কোটি ৭৫ লাখ টাকা সংগ্রহ করবে। অবশিষ্ট ৫৬ কোটি ২৫ লাখ টাকা আইপিওর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করবে কোম্পানিটি। গত ৯ জুলাই থেকে টানা ৭২ ঘণ্টার নিলাম শেষে এ কোম্পানির শেয়ারের প্রান্ত-সীমা ৪৫ টাকায় নির্ধারণ করা হয়। ওই নিলামে ৫০৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

গত ২৩ জানুয়ারি  বিএসইসি  এস্কয়ার নিট কম্পোজিটকে শেয়ারের দর নির্ধারণের জন্য বিডিংয়ের (নিলাম) অনুমোদন দেয়। ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হচ্ছে ২ টাকা ৫২ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (রিভ্যালুয়েশন রিজার্ভসহ) ৪৫ টাকা ৮৩ পয়সা। পুঁজিবাজার থেকে সংগ্রহ করা অর্থে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ভবন নির্মাণ, ডাইং ও ওয়াশিং প্ল্যান্টের জন্য যন্ত্রপাতি কিনবে।

এস্কয়ার নিট কম্পোজিটের ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, এ সময় কোম্পানির মোট রেভিনিউ ছিল ৪৪৫ কোটি ৩৫ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৪৩ কোটি ৯০ লাখ টাকা। ২০১৫ সালে রেভিনিউ ছিল ৪৩৮ কোটি ৫৪ লাখ টাকা। ২০১৫ সালে করপরবর্তী নিট মুনাফা ছিল ২৫ কোটি ৪ লাখ টাকা। গত দুই বছরে কোম্পানির রেভিনিউতে উল্লেখযোগ্য হারে না বাড়লেও নিট মুনাফা বেড়েছে ২৪ শতাংশের বেশি।

পর্যালোচনায় দেখা যায়, ২০১৫ সালে এস্কয়ার নিট কম্পোজিটের রেভিনিউর বিপরীতে নিট মুনাফা ছিল ৫ দশমিক ৭ শতাংশ। আর ২০১৭ সালে এসে কোম্পানির রেভিনিউর বিপরীতে নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৭ শতাংশে। ২০১৭ সালে কোম্পানির  ৪৪৫ কোটি ৩৫ লাখ টাকা রেভিনিউর বিপরীতে নিট মুনাফা দাঁড়িয়েছে ৩১ কোটি ২১ লাখ টাকা। দুই বছরের ব্যবধানে কোম্পানির রেভিনিউ বেড়েছে ১ দশমিক ৫৫ শতাংশ। আর একই সময়ে নিট মুনাফা বেড়েছে ২৪ দশমিক ৬৪ শতাংশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads