• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
উন্নত দেশের স্বপ্ন সফল হবেই : প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার বিভাগের আওতায় এলজিইডি কর্তৃক বাস্তবায়িত কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীর উপর নির্মিত শেখ হাসিনা ধরলা সেতু উদ্বোধন করেন

ছবি : বাংলাদেশের খবর

যোগাযোগ

ঈদ উপহার হিসেবে শেখ হাসিনা ধরলা সেতু উদ্বোধন

উন্নত দেশের স্বপ্ন সফল হবেই : প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৪ জুন ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দৃঢ় আস্থা পুনর্ব্যক্ত করে বলেছেন, ২০৪১ সাল নাগাদ বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে। কেউ এই অগ্রগতিকে রুখতে পারবে না। তিনি গতকাল রোববার ধরলা নদীর ওপর দ্বিতীয় সেতু উদ্বোধনকালে এই আশা প্রকাশ করে বলেন, ‘অবশ্যই একটি উন্নত দেশ হিসেবে গড়ে ওঠার আমাদের স্বপ্ন সফল হবে, কেউই এই উন্নয়নের ধারাবাহিকতা রুখতে পারবে না। আমি হয়তো আমার জীবদ্দশায় তা দেখে যেতে পারব না, কিন্তু নতুন প্রজন্ম আমাদের এই কাজের সুফল ভোগ করবে।’

শেখ হাসিনা গতকাল সকালে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তার নামে নবনির্মিত ‘শেখ হাসিনা ধরলা সেতু’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ২০১১ সালের ১৯ অক্টোবর এই সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ২০৬ কোটি ৮৫ লাখ ১৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৯৫০ মিটার দীর্ঘ এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন হয় ২০১২ সালের ২০ সেপ্টেম্বর।

কুড়িগ্রাম এবং লালমনিরহাটের মানুষের জন্য নিজের নামের এই সেতুকে ‘ঈদুল ফিতরের উপহার’ হিসেবে আখ্যা দিয়ে শেখ হাসিনা বলেন, কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর অঞ্চলের মানুষের জন্য এই সেতুটি আমার পক্ষ থেকে ঈদের উপহার হিসেবে নেবেন। আপনারা এই সেতু রক্ষণাবেক্ষণ করবেন, দেখেশুনে রাখবেন। তার সরকারের লক্ষ্য দেশের সুষম উন্নয়ন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই লক্ষ্য বাস্তবায়নেই সরকার দেশের প্রতিটি মানুষের জন্য খাদ্য, বাসস্থান ও চিকিৎসাসেবা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তার ভাষণে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, সরকারের ধারাবাহিকতা ও কর্মকর্তাদের কর্তব্যনিষ্ঠাই একটি দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। পরপর দুবার ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন করেছি। সরকারের ধারাবাহিকতা থাকলে যে উন্নয়ন করা যায়, তা আমরা করে দেখিয়েছি।’

প্রধানমন্ত্রী এরপর বিআইডব্লিউটিসির চারটি ১৫৮ টিইইউ সেলফ প্রোপেল্ড মাল্টিপারপাস ইনল্যান্ড কন্টেইনারবাহী জাহাজ, মুন্সীগঞ্জ-গজারিয়া ফেরি সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র চারটি আট ইঞ্চি কাটার সাকশন এম্ফিবিয়ান ড্রেজার উদ্বোধন করেন। দুই অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী কুড়িগ্রাম এবং মুন্সীগঞ্জ জেলার সুবিধাভোগী জনগণের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথাও বলেন। বাসস, বিডিনিউজ

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, ফুলবাড়ী উপজেলার আছিয়ার বাজার এলাকায় সেতুর পূর্বপাশে ভিডিও কনফারেন্সে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, জেলা প্রশাসক সুলতানা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন। সেতুটি উদ্বোধনের ফলে ধরলা নদী থেকে বিচ্ছিন্ন ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার প্রায় ১০ লাখ মানুষ উপকৃত হবে। ঢাকা যেতে কমে যাবে ১০০ কিলোমিটার পথ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ভিডিও কনফারেন্সে মুন্সীগঞ্জ-গজারিয়া ফেরিঘাট ও ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, এটা গজারিয়াবাসীর জন্য ঈদ উপহার। এ সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার কেএম আলী আজম, জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন প্রমুখ। মুন্সীগঞ্জ সদর থেকে গজারিয়া উপজেলায় যেতে ৭০ কিলোমিটার সড়কপথ পাড়ি দিতে হতো। ফেরিতে এই পথ মাত্র সাত কিলোমিটার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads