• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
টানা ছুটির প্রভাবে পাটুরিয়ায় যানজট, যাত্রী দুর্ভোগ

ছবি : সংগৃহীত

যোগাযোগ

টানা ছুটির প্রভাবে পাটুরিয়ায় যানজট, যাত্রী দুর্ভোগ

  • প্রকাশিত ১৫ ডিসেম্বর ২০১৮

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

টানা তিন দিনের ছুটির কারণে পাটুরিযা ঘাটে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিজয় দিবসের ছুটিসহ সাপ্তাহিক দুই দিনের ছুটি যোগ হয়ে তিন দিনের ছুটিতে ঘরমুখো মানুষের অতিরিক্ত যানবাহনের চাপে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ঘাটসংশ্লিষ্টরা। গতকাল শুক্রবার দুপুরে পাঁচ শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় ছিল। এ পরিস্থিতিতে অবর্ণনীয় দুর্ভোগে পড়ে নারী-শিশুসহ বিভিন্ন পরিবহনের যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, এ নৌরুটে ছয়টি রো-রো, সাতটি ইউটিলিটি, দুটি কে-টাইপ ফেরি সচল রয়েছে। দৌলতদিয়া ঘাট এলাকায় আজ (শুক্রবার) দুপুর পর্যন্ত বাস-ট্রাক মিলিয়ে দেড় শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে। পাটুরিয়া প্রান্তে হঠাৎ যানবাহন চাপ বৃদ্ধি পেয়ে এ সময় চার শতাধিক যানবাহন ফেরি পার হওয়ার অপেক্ষায় ছিল।

ঘাটে অবস্থানরত একাধিক বাসশ্রমিক জানান, বাস-ট্রাকের সারি পাটুরিয়া ঘাট টার্মিনাল ছাড়িয়ে তিন থেকে চার কিলোমিটার দীর্ঘ লাইনে গড়িয়েছে। বুকিং পেয়েও ফেরিতে উঠতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগছে।

তারা জানান, প্রধানমন্ত্রীর জনসভা থাকায় গত বৃহস্পতিবার পাটুরিয়া ঘাটে সীমিত আকারে যানবাহন চলাচল করে। ফলে মালবাহী ট্রাকসহ বাড়তি যানবাহনের চাপ সৃষ্টি হয় বৃহস্পতিবার রাত থেকে। এ ছাড়া সাভার, গাজীপুর থেকে গার্মেন্ট শ্রমিক পরিবহনকারী অন্যান্য রুটের বাসও পাটুরিয়া ঘাটে এসে পৌঁছে। ঘাট এলাকায় যানজটের কারণে লোকাল বাসের যাত্রীরা দুই থেকে তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে ঘাটে এসে ফেরিতে ওঠে। বাসযাত্রীরা বাসে বসে ঘণ্টার পর ঘণ্টা ফেরি পারের অপেক্ষায় থেকে সীমাহীন দুর্ভোগ পোহায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads