• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯
ভোলায় ১০ ঘন্টা পর বাস লঞ্চ চলাচল শুরু

ভোলায় পুলিশ-বিজিবির সতর্ক প্রহরা

ছবি: বাংলাদেশের খবর

যোগাযোগ

ভোলায় ১০ ঘন্টা পর বাস লঞ্চ চলাচল শুরু

  • ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ অক্টোবর ২০১৯

ভোলার বোরহানউদ্দিনে পুলিশের সঙ্গে সংর্ঘষ ও গুলিতে নিহত ৪ জনের স্মরণে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ভোলা সরকারি হাই স্কুল মাঠের দোয়া মাহফিলকে কেন্দ্র করে আজ শুক্রবার সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল প্রশাসন। শুক্রবার সকাল থেকে ভোলার অভ্যন্তরীণ সব রুটের যাত্রীবাহী বাস ও ভোলা-বরিশাল রুটের লঞ্চ চলাচল বন্ধ ছিল। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এদিকে ভোলা শহর থেকে পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতদের বাড়ি ভোলার দৌলতখান, বোরহানউদ্দিন ও মনপুরা উপজেলায়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্দোষ প্রমাণিত হলে তাদের ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার জুম্মার নামাজের পর ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নিহতদের স্মরণে দোয়া মাহফিলের আহ্বান করে ভোলার সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ। প্রশাসনের অনুমতি না মেলায় তা বৃহষ্পতিবার রাতে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ সেটি স্থগিত ঘোষণা করেন।

অপরদিকে এ ঘটনার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত কর্মসূচি দেশব্যাপী বিক্ষোভ মিছিলটিও ভোলায় অনুষ্ঠিত হয়নি।

সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের যুগ্ম সচিব মাওলানা মিজানুর রহমান জানান, ইতিপূর্বে প্রশাসন মৌখিকভাবে তাদের অনুমতি দিলেও বৃহস্পতিবার রাতে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দিয়ে চিঠি দেয়। অনুমতি না পাওয়ায় তারা তাদের অনুষ্ঠানের প্রধান অতিথি চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের সঙ্গে আলোচনা করে দোয়ার কর্মসূচি স্থগিত করেন। 

এদিকে, এই কর্মসূচিকে কেন্দ্র করে ভোলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে কঠোর নিরপাত্তা ব্যবস্থা জোরদার ছিল। শহরে পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ড যৌথ টহল চলমান। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আইন শৃঙ্খলাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়ন করা ছিল।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, শুক্রবার সরকারি স্কুল মাঠে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল সেটির অনুমতি পায়নি। এ বিষয়টি নিয়ে কিছুটা জনশ্রুতি ও উত্তেজনা রয়েছে। যার কারণে আমরা পর্যাপ্ত পুলিশ মোতায়েন করেছি। এবং আমাদের পুলিশের পাশাপাশি অন্যান্য বাহীনির পর্যাপ্ত সদস্যরাও আমাদের সাথে যুক্ত রয়েছে। সার্বিক বিবেচনায় ভোলার পরিস্থিতি একেবারে শান্ত রয়েছে।

ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, সকাল থেকে যাত্রীবাহী বাস ও লঞ্চ বন্ধ থাকলেও দুপুরের পর থেকে সেগুলো স্বাভাবিক করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads