• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
গোয়ালন্দে মহাসড়ক রেলগেটে বাঁশের গেট

প্রতিনিধির পাঠানো ছবি

যোগাযোগ

গোয়ালন্দে মহাসড়ক রেলগেটে বাঁশের গেট

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ নভেম্বর ২০১৯

রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কের ব্যাস্ততম উপজেলা রেলগেটে বাঁশ দিয়ে চলছে গেট প্রতিবন্ধকতার কাজ। প্রায় ৭ মাস ধরে চলছে এ অবস্থা। এতে করে অরক্ষিত ওই এলাকায় যে কোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশঙ্কা করছে স্থানীয়রা।

জানা গেছে, গোয়ালন্দ ঘাট (দৌলতদিয়া) -খুলনা রেল লাইনের উপর দিয়ে ক্রসিং হওয়া ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স এলাকার অদূরে উপজেলা রেলগেট নামে একটি বিশেষ গেট (ঊ-২-অ) রয়েছে। প্রতিদিন ওই গেট দিয়ে ১০/১২ হাজার ছোট বড় যানবাহন চলাচল করে। রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে পারাপার হওয়া সব যাহবাহন ওই গেটের উপর দিয়ে চলাচল করে।

স্থানীয়রা জানান, ট্রেন আসার সংকেত পেলে ওই গেটে দায়িত্বরত দুইজন গেটম্যান একটি বাঁশ কাঁধে করে এনে গেটের এক পাশে প্রতিবন্ধক হিসেবে ফেলে রাখেন। অপর পাশে লাল-নীল রং এর পতাকা হাতে ঝুঁকি নিয়ে গাড়ীর সামনে দাঁড়িয়ে থাকেন একজন গেটম্যান। অনেক সময় দ্রুত গতির যানবাহনগুলো বাঁশের তোয়াক্কা না করে রেল লাইনের কাছে গিয়ে দাঁড়ায়। কখনও দেখা যায় ট্রেন একটু দূরে থাকায় গেটম্যানকে তোয়াক্কা না করে কোনো কোনো যানবাহন গেট পার হয়ে চলে যায়। এতে করে হঠাৎ কোনো গাড়ী লাইনের মধ্যে এসে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।

জানা গেছে, মেসার্স মাহবুব অ্যান্ড ব্রাদার্স নামে ঢাকার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান গোয়ালন্দের ওই গেটসহ রাজবাড়ী জেলার রেল গেটগুলোর মেরামত ও নতুন গেট স্থাপনের দায়িত্ব পেয়েছে। ওই প্রতিষ্ঠানের কাছ থেকে সালাম নামে রাজবাড়ীর একজন প্রভাবশালী স্থানীয় ঠিকাদার ওই কাজগুলোর সাব কন্ট্রাক্ট নিয়েছেন। কিন্তু তিনি এ গেটটির কাজ শুরু করতে বিলম্ব করছেন।

সরেজমিন সোমবার দেখা যায়, সকাল সাড়ে ১১ টায় খুলনা থেকে দৌলতদিয়া গামী নকশী কাঁথা এক্সপ্রেস মেইল ট্রেনটি এ গেট পার হচ্ছিল। এ সময় মিতুল কুমার সরকার ও সোহেল রানা নামে দুইজন গেটম্যান একটি বাঁশ দিয়ে মহাসড়কের গাড়ী আটকে দেয়। মেইল ট্রেনটি গেট পার হয়ে যাওয়ার পর পূনরায় ওই বাঁশটি গেটম্যান সড়কের বাইরে রেখে দেয়। এ সময় শরিফুল নামে অপর গেটম্যান লাল-সবুজ পতাকা হাতে নিয়ে গেটের অপর প্রান্তে সড়কের মাঝখানে গাড়ীর সামনে দাঁড়িয়ে থাকেন।

এ সময় ওই গেটম্যানরা জানান, প্রায় ৭ মাস আগে এই গেট প্রতিবন্ধকটি ভেঙ্গে যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

এ বিষয়ে রাজবাড়ীর রেলওয়ে অফিসার (আইডব্লিউ) হাফিজুর রহমান ও এইএন আবু বক্কার সিদ্দিক জানান, গেট প্রতিবন্ধটি মেরামতের কাজটি চলমান আছে। ঢাকার মেসার্স মাহবুব এন্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এলাকার গেটের কাজগুলো সম্পন্ন করার কথা। তবে ওই ঠিকাদার কর্তৃপক্ষ স্থানীয় আঃ সালাম নামে একজন ঠিকাদারকে দায়িত্ব দিয়েছে কাজগুলো সমাধানের জন্য। আশা করছি দ্রুত ঠিক হয়ে যাবে।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads