• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
দিশাবন্ধ-কাশিপুর-লক্ষণপুর-নাথেরপেটুয়া সড়কের বেহাল দশা

দিশাবন্ধ-কাশিপুর-লক্ষণপুর সড়ক যেন মরণফাঁদ

ছবি : বাংলাদেশের খবর

যোগাযোগ

দিশাবন্ধ-কাশিপুর-লক্ষণপুর-নাথেরপেটুয়া সড়কের বেহাল দশা

  • কুদরত উল্যাহ, মনোহরগঞ্জ-লাকসাম প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ নভেম্বর ২০১৯

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দিশাবন্ধ এলাকার কাশিপুর, লক্ষণপুর, নাথেরপেটুয়া সড়কের বেহাল দশার কারণে যাত্রীদের চরম দ‍ুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের দিশাবন্ধ থেকে লক্ষণপুর পর্যন্ত বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় মরণফাঁদে পরিণত হয়েছে। পুনঃনির্মাণ কাজের টেন্ডার না হয়ে এ অংশের কাজ শুরু না হওয়ায় সহসা দ‍ুর্ভোগ কমছে না এলাকাবাসীর।

জানা যায়, মনোহরগঞ্জের হাসনাবাদ, বাইশগাঁও, লক্ষণপুর, সরসপুর ও নাথেরপেটুয়া ইউনিয়নের মানুষের যাতায়াতে দিশাবন্ধ-কাশিপুর-লক্ষণপুর সড়কটি জনগুরুত্বপূর্ণ। এ সড়কে প্রতিদিন যাত্রীবাহী মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেল, রিক্সা, বাইসাইকেল এবং মালামাল বহনকারী ট্রাক, কাভার্ডভ্যান সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। মনোহরগঞ্জ ও লক্ষণপুর, নাথেরপেটুয়া এলাকার বিপুল সংখ্যক মানুষ এ সড়ক দিয়ে নাথেরপেটুয়া রেলওয়ে সুপার মার্কেট হয়ে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে যাওয়া-আসা করে।

দীর্ঘদিন থেকে জনগুরুত্বপূর্ণ এ সড়কের বেহাল দশা বিরাজ করছে। সড়কের দিশাবন্ধ থেকে লক্ষণপুর পর্যন্ত পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। এতে মাঝে-মধ্যে যানবাহনকে দুর্ঘটনার কবলে পড়তে হয়।
সূত্রে জানা যায়, দিশাবন্ধ লক্ষণপুর সড়কটির দৈর্ঘ্য সাড়ে ১২ কিলোমিটার। এর মধ্যে দিশাবন্ধ থেকে লক্ষণপুর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রোড্স এন্ড হাইওয়ের অধীনে পুনঃনির্মাণ করা হবে। জানা যায় দিশাবন্ধ থেকে লক্ষণপুর পর্যন্ত ৬ কিলোমিটার খুব শিগ্রই এলজিইডির অধীনে টেন্ডার হবে । সড়কটি বর্তমানে ১২ ফুট ফাঁকা থাকলেও নতুন টেন্ডার হলে তা ১৮ ফুটে উন্নীত করা হচ্ছে। পুকুর ও বেড়ি এলাকায় প্রটেকশন ওয়াল নির্মাণ করা হবে। সড়কে থাকা বেশ কয়েকটি কালভার্ট ৪০ ফুট প্রশস্ত করা হবে। এই অর্থ বছরের মধ্যে সড়কটির নির্মাণ কাজ শুরু করার কথা রয়েছে। তবে সড়কের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দিশাবন্ধ থেকে কাশিপুর পর্যন্ত সড়কের পুনঃনির্মাণ কাজ শুরু না হওয়ায় ওই এলাকার মানুষের দুর্ভোগ দিনদিন বেড়েই চলেছে। অগ্রাধিকার ভিত্তিতে এ অংশের কাজ দ্রুত শুরু করার জোর দাবি জানান এলাকাবাসী।

এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী আল আমিন সর্দারের সাথে কথা হলে তিনি বলেন, দিশাবন্ধ থেকে কাশিপুর-লক্ষণপুর সড়কের টেন্ডার অতি শিগ্রই হবে। ইতোমধ্যে টেন্ডারের জন্য কথা বার্তা শুরু হয়েছে। নতুন টেন্ডারে সড়কটি আরো আধুনিকায়ন করা হবে। দিশাবন্ধ থেকে লক্ষণপুর পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত টেন্ডার বাস্তবায়ন ও কাজ শুরুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads