• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
শিমুলিয়া-কাঁঠালবাড়ির ফেরি চলাচল স্বাভাবিক

সংগৃহীত ছবি

যোগাযোগ

শিমুলিয়া-কাঁঠালবাড়ির ফেরি চলাচল স্বাভাবিক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ ডিসেম্বর ২০১৯

ঘন কুয়াশার কারণে সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। কুয়াশার কারণে ভোর ৫টা থেকে এ রুটে সকল প্রকার ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করর্পোরেশন‘র (বিআইডব্লিউটিসি) মহাব্যবস্থাপক মো. শফিক আহম্মেদ বলেন, ‘কুয়াশার কারণে ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বর্তমানে ১৪টি ফেরি চালু রয়েছে।’

ফেরি বন্ধ থাকার কারণে দুই পাড়ে প্রায় ২ শতাধিক ছোট-বড় যানবাহন আটকা পড়ে। তবে দুপুর নাগাদ যানবাহন ও মানুষের চাপ থাকবে না বলে জানান বিআইডব্লিউটিসি’র এ কর্মকর্তা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads