• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
সীমিত আকারে ফেরি চালু

সংগৃহীত ছবি

যোগাযোগ

সীমিত আকারে ফেরি চালু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ এপ্রিল ২০২০

সীমিত আকারে থেকে চালু হয়েছে ফেরি চলাচল। মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে সকাল থেকে চলতে শুরু করেছে ফেরি। যেখানে শতশত ঢাকামুখী মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

এর আগে নৌপথটিতে একটি ফেরি দিয়ে জরুরি সেবার গাড়ি পারাপার করা হত। কিন্তু সাধারণ ছুটিতে বেশ কয়েকটি মন্ত্রণালয়সহ অন্যান্য অফিস খোলা রাখার ঘোষণা পর সীমিত আকারে ফেরি চলাচলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

ঘাটঘুরে দেখা যায়, দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ভেঙে ভেঙে ঘাটে আসছেন ঢাকামুখী যাত্রীরা। অনেক অফিস খুলতে থাকায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা এভাবে ঢাকা যাচ্ছেন।

অন্যদিকে পোশাক কারখানাগুলো খুলে দেয়ায় বিভিন্ন জেলা থেকে আবার ঢাকা যেতে শুরু করেছেন শ্রমিকরা। এতে করে কাঠালবাড়ি-শিমুলিয়া দুই ঘাটেই কিছুটা হলেও কর্মচঞ্চলতা ফিরতে শুরু করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads