• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিল

সংগৃহীত ছবি

যোগাযোগ

সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ সেপ্টেম্বর ২০২০

বাংলাদেশে থেকে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিল করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক। যদিও প্রথমে সপ্তাহে ২টি ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছিলো এয়ারলাইন্সটিকে।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক জানান, সৌদি আরবে আবেদন করেও ফ্লাইট পরিচালনার অনুমতি পায়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ কারণে দেশটির রাষ্ট্রয়াত্ত্ব সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সেরও ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিল করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এর আগে গত ২৩শে থেকে সেপ্টেম্বর থেকে ঢাকায় পুনরায় ফ্লাইট চালু করবে বলে জানিয়েছিল সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। প্রাথমিকভাবে সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনার অনুমতি পায় এয়ারলাইন্সটি।

অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরবের তিন গন্তব্যে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিয়েছিলো। তবে সৌদি কর্তৃপক্ষ ফ্লাইট পরিচালনার অনুমতি না দেওয়ায় ফ্লাইট পরিচালনা করতে পারছে না বিমান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads