• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

যোগাযোগ

সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৫ ফেব্রুয়ারি ২০২১

সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ ৮টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ।

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন ফেঞ্চুগঞ্জের ভাটারায় দুর্ঘটনার কবলে পড়ে।

মাইজগাঁও রেলস্টেশন এলাকায় ওই দুর্ঘটনার ফলে ট্রেনের ইঞ্জিন ও ৭টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পর বগিগুলো থেকে আশপাশের এলাকায় জ্বালানি তেল ছড়িয়ে পড়ে। তেল ছড়িয়ে পড়েছে পাশের পুকুর-জলাশয়েও। এতে, অগ্নিকান্ডসহ বড় ক্ষতির আশঙ্কা করছেন তারা।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে, চলছে উদ্ধার কাজ। তবে, উদ্ধার অভিযান সমাপ্ত হতে আরো সময় লাগবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads