• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
ঢাকার অভিমুখে জনস্রোত, দুর্ভোগে যাত্রীরা

প্রতিনিধির পাঠানো ছবি

যোগাযোগ

ঢাকার অভিমুখে জনস্রোত, দূর্ভোগে যাত্রীরা

  • ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ জুলাই ২০২১

একদিকে সরকার শিল্পকারখানা খুলে দেয়ার ঘোষণায় ঢাকায় ফিরতে শুরু করেছে হাজার মানুষ। তবে করোনা রোধে কঠোর লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় বেড়েছে দূর্ভোগ। বঙ্গবন্ধু সেতু দিয়ে যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ থাকায় উত্তরাঞ্চালের হাজারো মানুষ পন্যবাহী ট্রাক, পিকআপে ঝুঁকি নিয়ে ও ছোট ছোট ইঞ্জিনচালিত নৌকায় যমুনা নদী পার হয়ে ঢাকায় ফিরছে খেটে খাওয়া মানুষ। 

শনিবার ভোর সকাল থেকে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী নৌঘাট হয়ে শিশু, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গন্তব্যে যাচ্ছেন। আর এ সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেয়া হচ্ছে কয়েগুন বেশি ভাড়া। এদিকে ভূঞাপুর বাসস্ট্যান্ডে শতশত যাত্রী ভীড় করছে ঢাকাগামী যাত্রীরা। যাত্রীবাহী বাস বন্ধ থাকায় বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে ট্রাক, পিকআপ, সিএনজি, ব্যাটারিচালিত অটো যোগে গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছে। এতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছে কেউ কেউ। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads