• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯

যোগাযোগ

২০২৩ সালের মধ্যে লাকসাম-আখাউড়া ডুয়েলগেজ রেললাইন সম্পন্ন করা হবে : রেলমন্ত্রী

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ সেপ্টেম্বর ২০২১

রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ২০২৩ সালের জুন মাসের মধ্যে লাকসাম থেকে আখাউড়া ৭২ কিলোমিটার ডুয়েলগেজ রেললাইনের সম্পূর্ন কাজ সম্পন্ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পথে রেল চলাচল উদ্বোধন করবেন। এর মধ্যে কুমিল্লা থেকে লাকসাম ২৪ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল লাইন রেল চলাচলের জন্য উদ্বোধন করা হলো।

তিনি আজ কুমিল্লা রেলওয়ে স্টেশনে কুমিল্লা-লাকসাম ডুয়েলগেজ ডাবল লাইন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ রেলওয়ের মহাসচিব ধীরেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আবুল হাশেম খান,রেল সচিব মোঃ সেলিম রেজা ও রেলমন্ত্রীর স্ত্রী শাম্মি আক্তার।

প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয়ে আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল লাইন নির্মান করছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে কুমিল্লা থেকে লাকসাম ২৪ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল লাইলে রেল চলাচল আজ থেকে শুরু হলো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads