• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮

ছবি: সংগৃহীত

অপরাধ

ইয়াবা ব্যবসায়ীর গুলিতে তিন পুলিশ আহত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ এপ্রিল ২০১৮

রাজধানীর গেন্ডারিয়ায় ইয়াবার চালান ধরতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।
গেন্ডারিয়ার সাধনাগলিতে বৃহস্পতিবার বিকালে  এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হয়েছে এক ইয়াবা ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

গেন্ডরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল আলম জানিয়েছেন,  গুলিবিদ্ধ পুলিশ সদস্যরা হলেন- গেন্ডারিয়া থানার এএসআই মোশাররফ হোসেন ও মহসীন আলী এবং কনস্টেবল বশির উদ্দিন।তাদের ওই এলাকায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ।

 ঘটনার বিবরন দিয়ে তিনি বলেন, ‘বিকাল সাড়ে ৪টার দিকে সাধনাগলিতে ইয়াবার একটি চালান আসার খবর আসে। তখন ওই দুই এএসআই দুইজন কনস্টেবল নিয়ে মটরসাইকেলে করে ঘটনাস্থলে যান।তারা পৌঁছানোর সাথে সাথে মাদক ব্যবসায়ীরা গুলিবর্ষণ করে। তখন পুলিশও পাল্টা গুলি করে।’

ওয়ারি জোনের সহকারী পুলিশ কমিশনার শামসুজ্জামান বলেন, ‘ইয়াবা কারবারিদের গুলিতে ওই দুই সহকারী উপ-পরিদর্শক এবং তাদের সঙ্গে থাকা কনস্টেবল বশির উদ্দিন আহত হন। তাদের হাত ও পায়ে গুলি লেগেছে।

এ সময় জুয়েল (১৯) নামে একজন মাদক ব্যবসায়ী পায়ে গুলিবিদ্ধ হয়। তার সঙ্গে সোনিয়া (২৭) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়’।

তিনি আরও বলেন, ‘পুলিশকে লক্ষ করে যে মাদক ব্যবসায়ী গুলি করছে সে অস্ত্রসহ পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads