• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

প্রতীকী ছবি

অপরাধ

দুই ভাইকে গাছে বেঁধে নির্যাতন

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ মে ২০১৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আম পাড়াকে কেন্দ্র করে সহোদর দুই শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকালের ওই ঘটনায় আহত শিক্ষার্থীদের মা পারুল বেগম রোববার সকালে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। আহত দুই ভাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগ থেকে জানা যায়, মোগরাপাড়া ইউনিয়নের মাধিপুর গ্রামের মুজিবুর রহমানের নবম শ্রেণি পড়ুয়া ছেলে মো. সিয়াম তাদের যৌথ মালিকানাধীন গাছ থেকে কয়েকটি আম পাড়ে। এ নিয়ে তার চাচাতো বোন বন্যার সঙ্গে তর্ক হয়। এক পর্যায়ে গ্রাম্য মাতুব্বর খোকন মুন্সির নেতৃত্বে মঞ্জু মিয়া, কামাল হোসেন, আবদুল্লাহ, সুজনসহ ১০-১২ জন সিয়ামকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালায়। খবর পেয়ে সিয়ামের বড় ভাই ঢাকা বিজ্ঞান কলেজের ছাত্র শুভ আহম্মেদ খোকন মুন্সির বাড়িতে গেলে তাকেও বেঁধে মারধর করা হয়। পরে স্থানীয়রা আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নির্যাতনের শিকার শিক্ষার্থীদের মা পারুল জানান, খোকন মুন্সি তার ছেলেদের আমগাছের সঙ্গে বেঁধে রেখে পিটিয়ে রক্তাক্ত করেছে। তবে খোকন মুন্সির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের চাচাতো বোনের সঙ্গে ঝগড়া করার কারণে ওই শিক্ষার্থীদের শাসন করা হয়েছে, কোনো নির্যাতন চালানো হয়নি।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মো. মোরশেদ আলম পিপিএম জানান, দুই শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads