• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
মাদক নির্মূলে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় উদ্ধেগ

মানবাধিকার কর্মী সুলতানা কামাল

ছবি সংরক্ষিত

অপরাধ

মাদক নির্মূলে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় উদ্ধেগ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২১ মে ২০১৮

মাদক দমন অভিযানে 'বন্দুকযুদ্ধে' হতাহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক অনুষ্ঠানে তিনি এ উদ্ধেগ জানান।

সুলতানা কামাল বলেন, ‘আমরা তো একটা ‍যুদ্ধের মধ্যে নেই। আমরা তো একটা স্বাভাবিক অবস্থার মধ্যে বাস করছি। সেই জায়গায় এরকমভাবে দিনে ৫/৬ জন করে যদি বন্দুকযুদ্ধে মারা যায়, সেখানে উদ্বিগ্ন হওয়ারই কথা।’

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে রাষ্ট্রকে আরও কঠোর হতে হবে। তবে অপরাধ যতই দুর্ধর্ষ হোক না কেন তাকে আইনের আওতায় আনতে হবে। আর সরকারের বাহিনীকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহারের জন্য। কিন্তু সেই সঙ্গে বন্দুক ব্যবহারে বিধিও দেওয়া হয়েছে। সেই বিধি মেনেই বন্দুক ব্যবহার করতে হবে।  প্রতিদিনই গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে। এসব ক্ষেত্রে অপরাধীদের আইনের আওতায় নিয়ে শাস্তি দিতে হবে।

সুলতানা কামাল বলেন, মৃত্যুদণ্ড দিয়ে অপরাধ রোধ করা যায় না। নিম্ন আদালতে প্রায়ই অপরাধীদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। তবে আমরা মনে করি, মানুষের জীবন কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। 

মাদক দমনে অভিযানে দেশের বিভিন্ন জেলায় গত দুই দিনে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

অনুষ্ঠানে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির পর্যালোচনা করে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সিএসএর সদস্য আকলিমা ফেরদৌস।

অনুষ্ঠানে কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা, এনএনসির কো-অর্ডিনেটর মুজাহিদুল ইসলাম বক্তব্য রাখেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads