• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
এটিএম বুথের ভেতর নিরাপত্তাকর্মীর মরদেহ

এটিএম বুথের ভেতর নিরাপত্তাকর্মীকে গলা কাটা লাশ উদ্ধার

প্রতীকী ছবি

অপরাধ

এটিএম বুথের ভেতর নিরাপত্তাকর্মীর মরদেহ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২২ মে ২০১৮

রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) একটি এটিএম বুথের ভেতর নিরাপত্তাকর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত নিরাপত্তা কর্মীর নাম শেখ তৌহিদুল ইসলাম নূরন্নবী (২২)। তার বাড়ি বাগেরহাটের হাসনাবাদে।

গতকাল সোমবার সকাল ৮টার দিকে নতুন ডিউটিতে এসে অপর নিরাপত্তাকর্মী বুথের ভেতর তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পুলিশ দাবি করেছে, ওই বুথ থেকে কোনো টাকা লুট হয়নি।

ক্যান্টনমেন্ট থানার ওসি মাহবুবর রহমান বলেন, ক্যান্টনমেন্ট পোস্ট অফিসের ভবনে ইবিএল বুথ। পোস্ট অফিস ভবনের সঙ্গে বাস স্টপেজ। সকাল ৮টায় নতুন নিরাপত্তাকর্মী এসে বুথের ভেতর তৌহিদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। তার গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।

বুথের টাকা খোয়া গেছে কি না- এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘সুরক্ষিত এলাকার মধ্যে কীভাবে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে তা আমরা তদন্ত করছি। এ জন্য এটিএম বুথের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে জব্দ করা হয়েছে। তবে ওই বুথ থেকে কোনো টাকা চুরি হয়নি। তাহলে কেন তাকে হত্যা করা হলো? এ জন্য আমরা বিষয়টির সঙ্গে পারিবারিক কোনো কারণ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখছি।’

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস জিয়াউল করিম বলেন, বুথ থেকে কোনো টাকা খোয়া যায়নি। বুথের এটিএম মেশিনের ভল্ট ভাঙার আলামতও মেলেনি। নিহত ব্যক্তি জিএস নামের নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মী। তারা আউটসোর্সিংয়ের মাধ্যমে ইবিএলের বুথের নিরাপত্তা দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads