• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
একরামের স্ত্রীর দেওয়া অডিও ক্লিপ খতিয়ে দেখা হচ্ছে : র‍্যাব

স্ত্রী ও দুই মেয়ের সঙ্গে একরামুল

সংগৃহীত ছবি

অপরাধ

একরামের স্ত্রীর দেওয়া অডিও ক্লিপ খতিয়ে দেখা হচ্ছে : র‍্যাব

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ জুন ২০১৮

মাদক বিরোধী অভিযানে নিহত পৌর কাউন্সিলর মো. একরামুল হকের পরিবারের দেওয়া অডিও টেপটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান শুক্রবার এ কথা জানিয়েছেন।তিনি বলেন, যে অডিও রেকর্ডের কথা বলা হচ্ছে আমরা তা আমলে নিয়ে খতিয়ে দেখছি।

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২৬ মে রাতে নিহত হন ৪৬ বছর বয়সী একরামুল হক।

বন্দুকযুদ্ধে একরামুল নিহত হওয়ার পর র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী’ এবং ‘ইয়াবার শীর্ষ গডফাদার’ আখ্যায়িত করে বলা হয়, একরামের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

তবে বৃহস্পতিবার টেকনাফে এক সংবাদ সম্মেলনে নিহত পৌর কাউন্সিলরের স্ত্রী আয়েশা বেগম অভিযোগ করেন, বন্দুকযুদ্ধের নামে অন্যায়ভাবে তার স্বামীকে হত্যা করা হয়েছে। সংবাদ সম্মেলনে চারটি অডিও ক্লিপ প্রকাশ করেন একরামুলের স্ত্রী আয়েশা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads