• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
আশুলিয়ায় ককটেল ফাটিয়ে ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে সততা জু‌য়েলার্স না‌মের একটি দোকানের ৪০ ভরি সোনার অলঙ্কার লুট করেছে ছিনতাইকারীরা।

প্রতীকী ছবি

অপরাধ

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট

  • আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ০২ জুন ২০১৮

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে সততা জু‌য়েলার্স না‌মের একটি দোকানের ৪০ ভরি সোনার অলঙ্কার লুট করেছে ছিনতাইকারীরা। এ সময় ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন দোকানমালিক ও এক কর্মচারী। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার কুমকুমারী বাজার এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সততা জুয়েলার্সের মালিক বিপ্লব সরকার প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে ব্যাগে স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় প্রাইভেটকারে আসা একদল ছিনতাইকারী ককটেল ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে বিপ্লবের ব্যাগে থাকা ৪০ ভরি অলঙ্কার ছিনিয়ে নেয়। ককটেলের বিস্ফোরণে বিপ্লব সরকার ও কর্মচারী বিদ্যুৎ রায় আহত হন। এ ছাড়া বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ভয়ে ছোটাছুটি শুরু করে। এ সুযোগে ছিনতাইকারীরা পালিয়ে যায়। প‌রে আহত বিপ্লব ও বিদ্যুৎকে উদ্ধার ক‌রে স্থানীয় এক‌টি ক্লি‌নি‌কে ভ‌র্তি করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাই হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার এবং ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads