• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
নতুন মোড়কে মেয়াদোত্তীর্ণ গুঁড়োদুধ!

মেয়াদোত্তীর্ণ গুঁড়োদুধ গুঁড়োদুধ জব্দ করে র‌্যাব

সংগৃহীত ছবি

অপরাধ

নতুন মোড়কে মেয়াদোত্তীর্ণ গুঁড়োদুধ!

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ জুন ২০১৮

শিশুখাদ্য হিসেবে আমদানি করা গুঁড়োদুধের মেয়াদ দুই বছর আগেই শেষ হয়েছে। কিন্তু সেই দুধের প্যাকেট বদলে নতুন প্যাকেটে ভরে বিক্রি করা হচ্ছে। প্যাকেটের গায়ে নতুন করে মেয়াদের তারিখও উল্লেখ করা হয়েছে। গতকাল রোববার সকালে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ ধরনের গুঁড়োদুধ জব্দ করা হয়েছে।

কেবল গুঁড়োদুধই নয়, এমন মেয়াদোত্তীর্ণ চানাচুর, চিপস, নুডলসের মতো পণ্য বিক্রি করা হচ্ছে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর কেল্লার বাজার ও শ্মশান ঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে এক হাজার ১০০ বস্তা মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য আটক করেন ভ্রাম্যমাণ আদালত। এ ধরনের মেয়াদোত্তীর্ণ খাবার রাজধানীসহ সারা দেশে ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সাংবাদিকদের বলেন, শিশুখাদ্য অত্যন্ত স্পর্শকাতর। মেয়াদোত্তীর্ণ এমন খাবার শিশুরা খেলে যেকোনো ধরনের রোগবালাই হতে পারে। এসব খাবার বিক্রির অভিযোগে রাজধানীর কেল্লার বাজার ও শ্মশান ঘাট এলাকার চার ব্যবসায়ীকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সিয়াম এন্টারপ্রাইজের মীর হোসেন, সাইফুল ইসলাম, রতন ট্রেডার্সের মো. রতন ও হুমায়ূন এন্টারপ্রাইজের ইমাম হাসান। সারওয়ার আলম আরো জানান, গত শনিবার মেয়াদোত্তীর্ণ সেমাই, নুডলস ও চিপস রিপ্যাকিং করে বিক্রির দায়ে রাজধানীর চকবাজারে ছোট কাটারায় চার ব্যবসায়ীকে ১৩ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব-১০। এতে সহায়তা করে বিএসটিআই। অভিযানে ১৩১ বস্তা মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads