• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতাল

সংরক্ষিত ছবি

অপরাধ

চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

স্বজনদের হাত-পা ভেঙে দিল হাসপাতালের সিকিউরিটিরা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ জুন ২০১৮

রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎকের অবহেলায় মুন্না (২০) নামে এক রোগী মারা যাওয়ার অভিযোগ উঠেছে। মুন্না ‘ও ভাই’ অ্যাপস কোম্পানিতে চাকরি করতেন। গতকাল শনিবার সকালে তার মৃত্যু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুন্না কয়েকদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় আঘাত পান। সে সময় তাকে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ডা. জাহিদ হাসান তাকে রিলিজ দেন। পরে তিনি বাসায় থেকেই ডাক্তারের পরামর্শে ওষুধ চালিয়ে যেতে থাকেন। এ অবস্থায় গতকাল শনিবার সকালে আকস্মিকভাবে তিনি মারা যান। তার স্বজনরা লাশ নিয়ে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক রিপোর্ট দেখে পাল্টা প্রশ্ন করেন, রোগীকে রিলিজ দিয়েছে কে ? তাকে রিলিজ দেওয়া ঠিক হয়নি। এ কথা শুনে মুন্নার স্বজনরা ক্ষিপ্ত হন। এতে ওই হাসপাতালের সিকিউরিটিরা মুন্নার আত্মীয় সবুজ ও অর্ণবকে মারধর করে আটকে রাখে। তাদের লাঠির আঘাতে সবুজের হাত এবং অর্ণবের পা ভেঙে যায়। পরে লাশ নিয়ে হাসপাতাল ত্যাগ করতে বাধ্য হন স্বজনরা। মুন্নার মা বিদেশে থাকায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালের মর্গে রাখা হয়েছে তার লাশ। মা দেশে ফিরলে তার দাফন হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads