• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যা: ৪ জনকে আসামি করে মামলা

প্রকাশক শাহজাহান বাচ্চু

ছবি : সংগৃহীত

অপরাধ

প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যা: ৪ জনকে আসামি করে মামলা

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জুন ২০১৮

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিশাকা প্রকাশনীর মালিক শাজাহান বাচ্চুকে (৬৫) গুলি করে হত্যার ঘটনায় চারজনকে আসামি করে মামলা হয়েছে। সিরাজদিখান থানায় মঙ্গলবার মামলাটি করেন বাচ্চুর দ্বিতীয় স্ত্রী আফসানা। এ তথ্য নিশ্চিত করেছেন থানার ওসি মো আবুল কালাম। 

সিরাজদিখানের পূর্ব কাকালদীর (মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কের) তিন রাস্তার মোড়ে আনোয়ার হোসেনের ফার্মেসির সামনে শাজাহান বাচ্চুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, দুটি মোটরসাইকেলে করে আসা চারজন বাচ্চুর বুকে গুলি করে পালিয়ে যায়। তবে বাচ্চুকে কারা মেরেছে, তা এখনো পুলিশ বের করতে পারেনি। 

মুন্সীগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক বাচ্চুর বাড়ি উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পূর্ব কাকালদী গ্রামে। তিনি সাপ্তাহিক আমাদের বিক্রমপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। তিনি থাকতেন ঢাকায়। তিনি সোমবার বাড়িতে গিয়েছিলেন। 

বাচ্চু হত্যাকাণ্ডের পর সোমবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বাচ্চুর দুই স্ত্রী এবং সন্তানদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সিরাজদিখান সার্কেল সিনিয়র এএসপি আসাদুজ্জামান, ডিবির ওসি ইউনুচ আলী, টঙ্গীবাড়ি থানার ওসি মো. ইয়ারদৌস হাসান, সিরাজদিখান থানার ওসি মো. আবুল কালাম এবং ঢাকা থেকে আসা কাউন্টার টেরিরিজম-এর একটি দল। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads