• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
মাদক নিয়ন্ত্রণে অভিযান চলবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

সংরক্ষিত ছবি

অপরাধ

মাদক নিয়ন্ত্রণে অভিযান চলবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ জুন ২০১৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, মাদক ব্যবসায়ীরা অবৈধ অস্ত্র ব্যবহার করছে। আর এ কারণেই আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হতাহতের ঘটনা ঘটছে।

সোমবার দুপুরে সচিবালয়ে মাদক বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, সাম্প্রতিক মাদক বিরোধী অভিযানে অন্তত ২২ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে যে অভিযান সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি সকলেই যথাযথ দায়িত্ব পালন করে শিগগিরই বাংলাদেশকে মাদক মুক্ত করতে পারবো। যে পর্যন্ত মাদক নিয়ন্ত্রণে না আনতে পারি, সে পর্যন্ত মাদকের বিরুদ্ধে যে অভিযান হচ্ছে তা অব্যাহত থাকবে।

মাদক ব্যবসায়ীদের তালিকা সম্পর্কে মন্ত্রী বলেন, সরকারি ৪-৫ টি গোয়েন্দা থেকে মাদক ব্যাবসায়ীদের তালিকা সংগ্রহ করেছি। ২-৩ টা তালিকায় যাদের নাম মিলে যাচ্ছে পুলিশ তাদের কাছে যাচ্ছে। যারা আত্মসমর্পণ করছে মোবাইল কোর্ট বা অন্য ব্যবস্থায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক ব্যবসায়ীদের কাছে অবৈধ অস্ত্র থাকে, আর যাদের কাছে অবৈধ অস্ত্র থাকে তাদের সাথে গোলাগুলি হতে পারে। গোলাগুলি শুরু হলে আমাদের নিরাপত্তা বাহিনীও বসে থাকে না। জীবন রক্ষার্থে কখনও কখনও গোলাগুলি করতে হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads