• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
রংপুরে স্কুলের ছাদ ধসে ২৫ ছাত্রী আহত

রংপুরে মরিয়ম নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ভবনের ছাদ ধসে আহত ছাত্রীর চিকিৎসা চলছে হাসপাতালে

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

রংপুরে স্কুলের ছাদ ধসে ২৫ ছাত্রী আহত

  • রংপুর ব্যুরো
  • প্রকাশিত ১০ জুলাই ২০১৮

রংপুর মহানগরীর মুন্সিপাড়ায় মরিয়ম নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি ভবনের ছাদের একাংশ ধসে ২৫ ছাত্রী আহত হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর স্কুলের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করে ছুটি দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানায়, গতকাল নবম শ্রেণির পৌরনীতি ও শারীরিক শিক্ষা পরীক্ষা চলছিল। বেলা ১২টার দিকে স্কুলের একটি ভবনের ক্লাসরুমের পেছনের ছাদের পলেস্তারাসহ কিছু অংশ ছাত্রীদের ওপর ধসে পড়ে। এতে করে ২৫ শিক্ষার্থী আহত হয়। তাদের আর্তচিৎকারে অন্য শিক্ষার্থীরা এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকে। অনেকেই আটকে পড়ে। পরে শিক্ষক ও অন্য শিক্ষার্থীরা এসে তাদের উদ্ধার করে। এদের মধ্যে জেসমিন ও শাহানা নামে নবম শ্রেণির দুই ছাত্রীর মাথা ফেটে যায়।

সরজমিনে গিয়ে জানা গেছে, একতলা ওই ভবনটি ১৯৯৩ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার উদ্বোধন করেন। মাত্র ২৬ বছরের মাথায় একটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় সেখানকার শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, অনেক দিন ধরেই ওই ভবনটির পলেস্তারা খুলে খুলে পড়ছে। এমনকি ইটের টুকরা গায়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষকে বার বার বলার পরও তারা কোনো পদক্ষেপ নেয়নি। এ ছাড়া স্কুলের অন্যান্য ভবনের বেশিরভাগ কক্ষ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা জানায়।

প্রধান শিক্ষক ফিরোজা বেগম বলেন, এই ভবনটি সংস্কার করা হয়েছে। আমার ছাত্রীরা আহত হয়েছে, তাদের পাশে আছি; তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান বলেন, আমি খোঁজ নিতে বলেছি কেন এই দুর্ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষের কোনো অবহেলা থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads