• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
বিয়ে অনুষ্ঠানের মোবাইল চোর চক্র গ্রেফতার

অভিজাত চোর চক্রর ৬ সদস্য গ্রেফতার

সংগৃহীত ছবি

অপরাধ

বিয়ে অনুষ্ঠানের মোবাইল চোর চক্র গ্রেফতার

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ১০ জুলাই ২০১৮

মোবাইল চোর চক্র গ্রেফতার করেছে চট্টগ্রামের কতুয়ালী থানা পুলিশ। বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি সেজে মোবাইল চুরি করে উধাও হয়ে যেতো চক্রটি। গত রোববার দিবাগত রাতে চক্রটিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, হামিদা বেগম (৪০) ও তার দুই মেয়ে ফাতেমা বেগম (২৬) এবং চুফরা সহুরা ওরফে কালা বুড়ি (১১), বাকি তিনজন হলেন, মহেশখালীর চরপাড়ার ফজল আহম্মদের ছেলে নুর হোসেন (১৮), টেকনাফের সাপুর ডিয়া জেলে পাড়ার মৃত নুর মোহাম্মদের মেয়ে রিপা আক্তার (১৫), দোহাজারীর জামিরজুড়ির মো. জাহাঙ্গীরের মেয়ে জান্নাত আরা ফেরদৌস (১৪)।

পুলিশ সূত্র জানায়, ৬ জুলাই রাতে লাভ লেইনের স্মরণিকা ক্লাবে একটি বিয়ের অনুষ্ঠানে স্ত্রীসহ গিয়েছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষক উদয়ন দাশ গুপ্ত। সেদিন কৌশলে তার স্ত্রীর ভ্যানিটি ব্যাগ থেকে এমআই নোটথ্রি মডেলের একটি মোবাইল সেট চুরি হয়। বিষয়টি ক্লাব কর্তৃপক্ষকে জানালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের সণাক্ত করা হয়। এরপর গত রোববার রাতে স্মরণিকা ক্লাবে আরেকটি বিয়ে অনুষ্ঠানে যায় আগের চুরির ঘটনায় জড়িতরা। এরপর ক্লাব কর্তৃপক্ষ তাদের আটক করে পুলিশকে খবর দেয়। এরপর বাকলিয়ার ক্ষেতচর আলম কুটি এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ওই শিক্ষকের স্ত্রীর মোবাইলটির পাশাপাশি আরও ২২টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, শিশু পার্ক ও বিয়ে অনুষ্ঠানগুলোতে সেজে গুজে গিয়ে মোবাইল চুরি করে আসছিল চক্রটি। বিভিন্ন বয়সের নারী-পুরুষ রয়েছে চক্রটিতে। দেখতে তাদেরকে এক পরিবারের সদস্য মনে হবে যে কারও। কেউ যাতে তাদের সন্দেহ না করে, সেজন্য সেজেগুজেও যেত তারা। এভাবে বেশ ধারণ করে চুরিকে পেশা হিসেবে নিয়েছে তারা।

চুরির পর গ্রেফতারকৃতরা নগরের রিয়াজ উদ্দিন বাজারের যে ব্যক্তির কাছে মোবাইল সেটগুলো বিক্রি করে আসছিল, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads