• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
পুলিশের বিরুদ্ধে আটকের ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ

যশোর ম্যাপ

সংরক্ষিত ছবি

অপরাধ

যশোরে ৫৯৭ নব্য মাদক ব্যবসায়ী শনাক্ত

পুলিশের বিরুদ্ধে আটকের ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ

  • শহিদ জয় যশোর
  • প্রকাশিত ১১ জুলাই ২০১৮

যশোর কোতোয়ালি মডেল থানা এলাকায় নতুন ৫৯৭ জন মাদক ব্যবসায়ীকে শনাক্ত করেছে পুলিশ। তবে এসব মাদক ব্যবসায়ীকে আটকে কোনো আগ্রহ নেই তাদের। উল্টো মাদক ব্যবসায়ীদের তালিকা নিয়ে কিছু পুলিশ কর্মকর্তা ও সদস্যরা রীতিমতো ব্যবসা শুরু করেছেন। আটকের ভয় দেখিয়ে আদায় করছেন মোটা অঙ্কের টাকা। কেউ টাকা দিতে অস্বীকার করলে তাকে নানা ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও রয়েছে অভিযোগ। অথচ যশোর পুলিশ সুপারের কাছে কোতোয়ালি মডেল থানার তৎকালীন ওসি একেএম আজমল হুদা মাদক ব্যবসায়ীদের আটকে চার মাসের সময় চেয়েছিলেন। কিন্তু সেই চার মাস পূর্ণ হতে চললেও মাদক নির্মূলে কোনো আগ্রহ নেই কোতোয়ালি থানা পুলিশের।

এদিকে মাদক নির্মূলে পুলিশ সুপারের ঘোষণা ফাঁকা আওয়াজে পরিণত হয়েছে। প্রতিদিনই নামমাত্র মাদক ধরা পড়ছে পুলিশের হাতে। পুলিশ প্রতিদিন ১৫ থেকে ৩০ জন আসামি আটক করছে। এর মধ্যে অধিকাংশের সঙ্গে রফাদফা করা হচ্ছে বলে অভিযোগ চাউর রয়েছে। কাউকে কাউকে মাদকের বদলে ভিন্ন ধারায় আটক দেখিয়ে চালান করা হচ্ছে। এ ছাড়া সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাদক দিয়ে চালান দেওয়ার ভয় দেখানোর অভিযোগ রয়েছে যশোর পুলিশের বিরুদ্ধে। জেলা শহর ছাড়া উপজেলায়ও এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। যে কারণে পুলিশের বিরুদ্ধে কেউ সহজে কথা বলতেও সাহস পায় না। 

যশোর কোতোয়ালি মডেল থানার নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সম্প্রতি যশোর জেলা পুলিশের বিশেষ শাখায় কর্মরত কর্মকর্তা ও সদস্যরা যশোর কোতোয়ালি মডেল থানার অধীনে পৌরসভাসহ ১৫টি ইউনিয়নে ৫৯৭ জন মাদক ব্যবসায়ী ও বিক্রেতার তালিকা প্রস্তুত করেন। ওই তালিকা কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে পৌঁছে দেওয়া হয়। তালিকা পাওয়ার পরই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ। অভিযোগ রয়েছে, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের না ধরে তাদের কাছ থেকে উপরি আদায়ে বেশি আগ্রহী পুলিশ।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা বলেন, তালিকা অনুযায়ী মাদক ব্যবসায়ীদের আটকে অভিযান চলছে। কেউ কেউ পাশের জেলা ও দেশে আশ্রয় নিয়েছে। পুলিশ তাদের গ্রেফতারে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, এ জেলায় কোনো মাদক ব্যবসায়ী থাকবে না।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads