• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
রাইফার মৃত্যুর ঘটনায় মামলা নিল পুলিশ

বাবার সঙ্গে শিশু রাফিদা খান রাইফা

ছবি: সংগৃহীত

অপরাধ

রাইফার মৃত্যুর ঘটনায় মামলা নিল পুলিশ

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ২০ জুলাই ২০১৮

সাংবাদিক কন্যা রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় দায়ের করা এজহারটি অবশেষে মামলা হিসেবে গ্রহণ করেছে চকবাজার থানা পুলিশ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।

গত বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর চকবাজার থানায় অভিযোগ দায়ের করেন নিহত রাইফার বাবা রুবেল খান।  শিশু বিশেষজ্ঞ বিধান রায় চৌধুরী, ম্যাক্স হাসপাতালের চিকিৎসক দেবাশীষ সেন গুপ্ত, শুভ্র দেব এবং হাসপাতালের পরিচালক লিয়াকত আলীকে মামলায় আসামি করা হয়েছে।

তাদের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির ৩০৪ এর খ (অবহেলার কারণে মৃত্যু), ২০১ (আলামত নষ্ট করা), ১০৯ (অপরাধে উৎসাহ দেওয়া) ও ৩৪ (পরস্পর যোগসাজশে অপরাধ সংঘটন) ধারায় অভিযোগ আনা হয়েছে বলে জানান আবুল কালাম আজাদ

উল্লেখ্য, গত ২৮ জুন বিকালে গলা ব্যথার কারণে রাইফাকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।  পরদিন ২৯ জুন রাতে চিকিৎসাধীন অবস্থায় রাইফার মৃত্যু হয়। চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে রাইফার মৃত্যু হয়েছে বলে দাবি করে তার পরিবার।  এ ঘটনায় ওই দিন রাতে ম্যাক্স হাসপাতালে গিয়ে অভিযুক্ত কর্তব্যরত চিকিৎসক, নার্সদের শাস্তি দাবি করেন সাংবাদিক নেতারা। এসময় সাংবাদিক নেতাদের দাবির মুখে পুলিশ কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের আটক করে থানায় নিয়ে যায়। পরে বিএমএ নেতাদের চাপের মুখে ওই দিন রাতেই তাদের ছেড়ে দেয় থানা পুলিশ।

ঘটনা তদন্তে ওই দিন রাতে সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন– চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. প্রণব কুমার চৌধুরী ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সবুর শুভ।

কমিটি তাদের প্রতিবেদন কর্তব্যরত চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা এবং গাফিলতির প্রমাণ পাওয়ার কথা  জানান।  তারা তিন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।

তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষ ডা. দেবাশীষ সেন গুপ্ত ও ডা. শুভ্র দেবকে বরখাস্ত করে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads