• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
চাঁদপুরে চিকিৎসকের অবহেলায় নবজাতক মৃত্যুর অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

চাঁদপুরে চিকিৎসকের অবহেলায় নবজাতক মৃত্যুর অভিযোগ

  • মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জুলাই ২০১৮

চিকিৎসকের অবহেলায় ৪ দিন বয়সী নবজাতক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল ১১টায় চাঁদপুর শহরের মুন হসপিটালে এই ঘটনা ঘটে। নিহত শিশু হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের দক্ষিণ রাজারগাঁও গ্রামের দুবাই প্রবাসী আহম্মদ উল্লাহর ছেলে।

নিহতের মামা সফিক গাজী জানান, স্থানীয় স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়মিত চিকিৎসা নিতেন তার বোন জান্নাতুল ফেরদৌস। গত সোমবার (২৩ জুলাই) দুপুরে প্রসব বেদনা হলে উল্লেখিত হাসপাতালে নিয়ে আসেন। সন্ধ্যা সাড়ে ৭টায় ডাঃ শামসুন্নাহার তানিয়ার তত্বাবধানে সিজার অপারেশনের মাধ্যমে জান্নাত একটি পুত্র সন্তান জন্ম দেন। জন্মের পর থেকে শিশুটির শ্বাস কষ্ট হয়। কিন্তু হাসপাতালের আবাসিক চিকিৎসকরা শিশুটি সুস্থ আছেন বলে জানান। 

জান্নাতের পিতা লুৎফুর রহমান গাজী জানান, অপারেশনের সময় থেকে শুরু করে সর্বশেষ শিশুটি মৃত্যু পর্যন্ত আমি হসাপাতালে ছিলাম। শিশুটির ঠান্ডাজনিত কারণে কষ্ট হচ্ছে বার বার চিকিৎসককে বলা হলেও তারা কোন কথা আমলে নেয়নি বরং বলেছে শিশুটি সুস্থ আছে। 

শিশুটির মা জান্নাত বলেন, জন্মের পর থেকেই শিশুটি বুকের দুধ খেতে চায়নি। এ বিষয়টি চিকিৎসকদের জানালেও তারা কথা আমলে নেয়নি। চিকিৎসক বলেছে আজকে না খেলে কালকে খাবে চিন্তা করবেন না। কিন্তু এ অবস্থায় সকাল ১১টায় আমার শিশুটির মৃত্যু হয়।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক হেলাল উদ্দিন বলেন, আমাদের হসপিটালে একাধিক আবাসিক চিকিৎসক রয়েছেন। চিকিৎসকরা রোগীর লোকদেরকে শিশু চিকিৎসক দেখানোর কথা বলেছেন। তারা শিশু চিকিৎসক দেখাননি। এই বিষয়ে আমাদেরকেও চিকিৎসক কিংবা রোগীর লোকজন জানায়নি।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্যাহ ওলি জানান, বিষয়টি আমি রোগীর স্বজনদের কাছ থেকে জেনেছি। দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোগীর স্বজনরা কোন মামলা করতে রাজি হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর অভিভাবকদের সাথে কথা বলে ব্যবস্থা নিবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads