• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
ফ্ল্যাটের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ

প্রলোভন দেখিয়ে নয়জনের কাছ থেকে ১ কোটি ১৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক

প্রতীকী ছবি

অপরাধ

ফ্ল্যাটের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ

  • পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ জুলাই ২০১৮

নতুন ফ্ল্যাট দেওয়ার প্রলোভন দেখিয়ে নয়জনের কাছ থেকে ১ কোটি ১৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। তার নাম রেবতী কুমার মণ্ডল। সে নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামের মহেন্দ্র নাথ মণ্ডলের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগীরা আদালতে দুটি মামলা করেছেন। মামলার রায়ে রেবতী মণ্ডলের এক বছর করে কারাদণ্ডসহ ৯০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

জানা গেছে, রেবতী মণ্ডলের ঢাকায় লালবাগ রিয়েল এস্টেট নামে একটি ফ্ল্যাট বেচাকেনার ব্যবসা প্রতিষ্ঠান ছিল। প্রতারণার শিকার হওয়া ঢাকায় বসবাসরত ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি কলেজের অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল গৌরী প্রসন্ন চক্রবর্তী জানান, শিক্ষকতা পেশা শেষ করে পেনশনের যে টাকা পেয়েছিলেন সরল বিশ্বাসে তা তুলে দিয়েছিলেন ডেভেলপার রেবতী কুমার মণ্ডলের হাতে। রেবতী মণ্ডল তাদের স্বপ্ন দেখিয়েছে বাজারদরে অতি অল্প সময়ে তাদেরকে নতুন ফ্ল্যাট দেওয়ার।

একইভাবে প্রতারণার শিকার হন অধ্যাপক স্বপন কুমার মিত্র, প্রকৌশলী বিপুল কৃষ্ণ সুতার, সুবোধ চন্দ্র ঢালী, অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়, ডা. বিশ্বনাথ ঘোষ, অসীম কুমার বসু, ভজন চন্দ্র দাস, রণজিৎ কুমার শীল প্রমুখ।

তারা জানান, ২০১৪ সালের শুরু থেকে ২০১৫ সালের মাঝামাঝি পর্যন্ত সময়ের মধ্যে তাদের কাছ থেকে রসিদ বা চুক্তিপত্র ছাড়াই রেবতী মণ্ডল নিয়েছে ১ কোটি ১৪ লাখ টাকা। ফ্ল্যাটের কোনো কাজ না করেই সম্পূর্ণ টাকা আত্মসাৎ করে সে এখন লাপাত্তা। পুলিশ এ পর্যন্ত রেবতী মণ্ডলকে খুঁজে পায়নি।

প্রতারণার শিকার প্রফেসর স্বপন কুমার মিত্র বলেন, বর্তমানে তার লালবাগ রিয়েল এস্টেটের কোনো অফিস, জনবল, সাইনবোর্ড কিছুই  নেই।

নাজিরপুর থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, রেবতী মণ্ডলের নামে একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তবে গ্রেফতারের জন্য একাধিকবার তার বাড়িতে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads