• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
অস্ত্র ও ইয়াবাসহ ৪ ডাকাত আটক

কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও ইয়াবাসহ আটককৃত চার ডাকাত

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

অস্ত্র ও ইয়াবাসহ ৪ ডাকাত আটক

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ আগস্ট ২০১৮

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক, ছয় রাউন্ড কার্তুজ, একটি চাপাতি, দুইটি লম্বা ছুরি ও ষাট পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আটককৃতরা হচ্ছে-উপজেলার উজিরপুর ইউনিয়নের কোমারডোগা গ্রামের মফিজ মিয়ার পুত্র দেলোয়ার হোসেন(২৫), আশ্রাফপুরের মৃত আবুল হাশেম মিয়ার পুত্র মিয়া মশিউর রহমান(৩৮), কৃষ্ণপুর গ্রামের মৃত অহিদ মিয়ার পুত্র মোঃ খলিল(৩০) ও সদর দক্ষিণ কমলপুরের মৃত আবদুল আজিজের পুত্র জাকির হোসেন(২৮)।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই মনিরুল ইসলাম, এসআই সুজয় ও এএসআই সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে শনিবার রাত সাড়ে এগারটায় উপজেলার উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামে মশিউর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে অস্ত্র ও ইয়াবাসহ দেলোয়ার হোসেন, মিয়া মশিউর রহমান, মোঃ খলিল ও জাকির হোসেনকে আটক করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads