• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার নিহত হয়েছেন

প্রতীকী ছবি

অপরাধ

‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

  • পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ আগস্ট ২০১৮

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ছিলেন বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার মধ্যরাতে উপজেলার পত্তাশা বটতলা এলাকার তিন রাস্তা মোড়ে এই ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন (৪৫) ওরফে বুড়ো জাকির পিরোজপুরের কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের ফজলুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ওসি শেখ নাসিরউদ্দিন। তিনি বলেন, ‘শুক্রবার রাতে খুলনা থেকে জাকির হোসেন নামে এক শীর্ষ ডাকাত সরদারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তার দেয়া তথ্য অনুযায়ী শনিবার রাত আড়াইটার দিকে ইন্দুরকানীর পত্তাসী ইউনিয়নের বটতলা এলাকার তিনরাস্তা সংলগ্ন মোড়ে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে যায় পুলিশ। এ সময় জাকির হোসেনের সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ডিবি পুলিশ পাল্টা গুলি চালালে ডাকার সরদার জাকির পালাতে গিয়ে ডিবি পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়।’

পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক এ কে এম মিজানুল হক জানান, জাকিরের বিরুদ্ধে পিরোজপুর, বাগেরহাট ও ঝালকাঠি জেলার বিভিন্ন থানায় ১১টি ডাকাতির মামলা রয়েছে। তিনি আন্তজেলা ডাকাত দলের সরদার ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads