• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

অপরাধ

তরুণীকে গণধর্ষণের পর হত্যা

চার ছাত্রলীগ নেতাসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

  • পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ সেপ্টেম্বর ২০১৮

তরুণীকে গণধর্ষণ ও হত্যার পর মরদেহ গুমের চাঞ্চল্যকর ঘটনায় ছাত্রলীগের ৪ নেতাসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে জেলা ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে পাথরঘাটার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে পরবর্তী কার্যক্রমের জন্য মামলাটি বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন  আদালতে স্থানান্তরের আদেশ দেন। অভিযোগপত্রে উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক মো. মাহমুদ, পাথরঘাটা কলেজ ছাত্রলীগের সভাপতি রুহি আনান দানিয়াল, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্ট, সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম রায়হান এবং পাথরঘাটা কলেজের নৈশপ্রহরী মো. জাহাঙ্গীর হোসেনসহ আরো ২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে জাহাঙ্গীর হোসেন জামিনে ও ছাত্রলীগের ৪ নেতা জেলহাজতে রয়েছেন। অপর ২ জন পলাতক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এক বছর তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হলেও হত্যার শিকার ওই তরুণীর পরিচয় শনাক্ত করতে পারেনি ডিবি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও বরগুনা জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো.বশির উদ্দিন জানান, দেশের বিভিন্ন জায়গায় তরুণীর গলিত মরদেহের ছবি পাঠানো হয়েছে। কিন্তু পরিচয় জানা সম্ভব হয়নি। এমনকি রিমান্ডে বার বার চেষ্টা করেও আসামিদের মুখ থেকে তরুণীর পরিচয় পাওয়া যায়নি।

২০১৭ সালের ১০ আগস্ট পাথরঘাটা কলেজের পশ্চিম পাশের পুকুর থেকে অজ্ঞাত ওই তরুণীর গলিত লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১১ ও ১২ নভেম্বর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ছাত্রলীগ নেতা মাহমুদ ও নৈশপ্রহরী জাহাঙ্গীর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads