• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
দুদকে হাজির হতে সময় চাইলেন বিকল্পধারার মান্নান

দুর্নীতি দমন কমিশনের (দুদক)

সংরক্ষিত ছবি

অপরাধ

দুদকে হাজির হতে সময় চাইলেন বিকল্পধারার মান্নান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ সেপ্টেম্বর ২০১৮

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে এক মাস সময় চেয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ও শিল্পপতি মেজর (অব.) আবদুল মান্নান। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে আজ বৃহস্পতিবার তার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু হাজিরের আগের দিন গতকাল বুধবার একজন প্রতিনিধি পাঠিয়ে পত্র মারফত এক মাসের সময় চান তিনি। কারণ হিসেবে আবদুল মান্নান সিঙ্গাপুরে অবস্থান করছেন বলে জানানো হয়। তবে এ আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। দুদক সূত্র জানায়, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি) চেয়ারম্যান থাকাকালে মেজর (অব.) আবদুল মান্নান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৫১৮ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে। বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। এ প্রক্রিয়ায় গত সোমবার দুদকের উপপরিচালক এসএম সাহিদুর রহমান তাকে তলবি নোটিশ পাঠান। নোটিশে আবদুল মান্নানকে আজ বৃহস্পতিবার হাজির হতে বলা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads