• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
পাহাড় কাটা মামলার আসামি গ্রেফতার দুদকের

বান্দরবানে দুদকের পাহাড়কাটা মামলার আসামি রাজধানীতে গ্রেফতার

সংগৃহীত ছবি

অপরাধ

পাহাড় কাটা মামলার আসামি গ্রেফতার দুদকের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ সেপ্টেম্বর ২০১৮

বান্দরবানের পাহাড় কাটা মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এটিএম ইসলাম শিকদার নামক ওই আসামিকে গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচা এলাকায় শিল্পকলা একাডেমি এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেন সংস্থার কর্মকর্তারা। দুদকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সংস্থার হটলাইন ১০৬-এ এই মর্মে অভিযোগ আসে, বান্দরবানের লামায় ১৪ একর আয়তনের পাহাড় কেটে পরিবেশ ক্ষতি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং পরিবেশ অধিদফতর যৌথভাবে অভিযান চালিয়ে এ পাহাড় কাটা বন্ধ করে। এ অভিযানে তিনটি পাহাড় কাটার এক্সকেভেটর ও ১ লাখ ইট জব্দ, ৩ লাখ টাকা জরিমানা এবং মূল অপরাধী এটিএম ইসমাইল শিকদারকে আসামি করে পরিবেশ আইনে মামলা করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads