• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯
মাধবপুরে ককটেল সহ জামায়াতের ২ নেতা গ্রেফতার

মাধবপুরে গোপন বৈঠককালে জামায়ত নেতা ও ককটেল উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

মাধবপুরে ককটেল সহ জামায়াতের ২ নেতা গ্রেফতার

  • মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর ২০১৮

হবিগঞ্জের মাধবপুর উপজেলার খড়কী গ্রামে বিএনপি-জামায়াত শিবিরের গোপন বৈঠক থেকে পুলিশ জামায়াত শিবিরের দুই কর্মীকে ৮ টি ককটেল সহ গ্রেফতার করেছে।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে খড়কী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী তাদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হল উপজেলার খড়কী গ্রামের নুরুল ইসলামের ছেলে জামায়াত নেতা নজরুল ইসলাম এবং একই গ্রামের আব্দুল আহাদের ছেলে রাসেল (২৬)।

চন্দন কুমার চক্রবর্তী জানান, সরকার উৎখাত ও বিভিন্ন স্থাপনায় নাশকতার উদ্দেশ্যে বিএনপি ও জামায়াত শিবিরের ৫০/৬০জন নেতাকর্মী খড়কী বিদ্যালয় মাঠে রাতে গোপন বৈঠকে মিলিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে উদ্দেশ্য করে তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ ধাওয়া করে উল্লেখিত দুই নেতাকে গ্রেফতার সহ ৮টি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করে। অন্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০/৬০জনকে আসামী করে মাধবপুর থানার এসআই আব্দুস সাত্তার বিষ্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মাধবপুর থানায় মামলা করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads