• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
বগুড়ায় বাসে পেট্রলবোমা নিক্ষেপ, ২ যাত্রী দগ্ধ

গুগল ম্যাপ থেকে নেওয়া

ছবি : সংগৃহীত

অপরাধ

বগুড়ায় বাসে পেট্রলবোমা নিক্ষেপ, ২ যাত্রী দগ্ধ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ অক্টোবর ২০১৮

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর আজ দুপুরে বগুড়ার শাজাহানপুরে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বাসটির দুই নারী যাত্রী।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলায় নীলফামারী থেকে ঢাকাগামী নাবিল পরিবহন নামের দূরপাল্লার বাসে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ি গ্রামের নজরুল ইসলামের স্ত্রী মুনিরা বেগম (৪০) ও সদর উপজেলার মোজাম্মেল হকের স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৫০)। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

এ সময় হামলাকারী নুর মাহমুদ নামে একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, আটক হামলাকারী বগুড়া যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের বাসটি সাজাপুর এলাকায় পৌঁছলে ৮-১০ জন দুর্বৃত্ত বাস লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে। এতে দুই যাত্রী আহত হন। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে বগুড়া জেলা যুবদলের সহ-কৃষি বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে।  

বাসের যাত্রী নীলফামারীর সদর উপজেলার উত্তর বালাপাড়ার আমিনা খাতুন বলেন, ‘দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করলে চালক বাস থামিয়ে দেন। এরপর দুর্বৃত্তরা বাসে ভাংচুর করে। পরে তারা পেট্রোল বোমা ছড়লে বাসের সামনের সিটে আগুন ধরে যায়।’

বাসের চালক আসলাম হোসেন বলেন, ‘দুর্বৃত্তরা প্রথমে একটি ট্রাক ও একটি লোকাল বাসে ভাঙচুর চালায়। পরে তারা তার বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে।’

বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, ঢাকাগামী কোচে পেট্রোল বোমা হামলায় দুই নারী যাত্রী সামান্য আহত হয়েছেন। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে তিনি বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads