• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯
জেলার সোহেল রানার কোটি টাকা, তদন্তে কারা কর্তৃপক্ষ

জেলার সোহেল রানা

সংগৃহীত ছবি

অপরাধ

জেলার সোহেল রানার কোটি টাকা, তদন্তে কারা কর্তৃপক্ষ

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ০৫ নভেম্বর ২০১৮

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসের বিরুদ্ধে গঠিত কারা অধিদফতর তদন্ত কমিটি চট্টগ্রাম কারাগার পরিদর্শন করেছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে তদন্ত কমিটির সদস্যরা কারাগারে প্রবেশ করেন।

গত ২৬ অক্টোবর নগদ ৪৪ লাখ ৪৩ হাজার অবৈধ টাকা ও ফেনসিডিলসহ ভৈরব রেলস্টেশনে রেলওয়ে পুলিশের হাতে গ্রেফতার হন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাস। এ ঘটনা কেন্দ্রীয় কারা অধিদফতর তিন সদস্যের কমিটি গঠন করে।

সোমবার সকালে এ কমিটির সদস্য বরিশাল বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি, প্রিজন্স) ছগির মিয়া, যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন ও খুলনা কেন্দ্রীয় কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ চট্টগ্রাম কারাগার পরিদর্শন করেন। তারা কারাগারের কর্মকর্তা, কারারক্ষি ও কারাবন্দীসহ বিভিন্নজনের সঙ্গে কথা বলার পাশাপাশি বিভিন্ন নথিপত্রও দেখেন।

এ বিষয়ে জানতে জাইলে তদন্ত কমিটির প্রধান ছগির মিয়া বলেন, সোহেল রানা বিশ্বাসের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে আমরা চট্টগ্রাম কারাগারে এসেছি। কয়েদি ও হাজতিদের পাশাপাশি আমরা কারাগারের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী ও কারা পরিদর্শকদের সঙ্গে কথা বলেছি। তদন্ত কমিটি দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

এর আগে, গত ২৬ অক্টোবর চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে ভৈরব রেলওয়ে থানা পুলিশের হাতে গ্রেফতার হন সোহেল রানা বিশ্বাস। তার কাছ থেকে১২ বোতল ফেন্সিডিল, নগদ ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, এক কোটি ৩০ লাখ টাকার চেক উদ্ধার করা হয়। এরপর ঘটনা তদন্তে কারা অধিদফতর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। আগামী ১২ নভেম্বরের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads