• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
বরিশালে তৃতীয় শ্রেনীর স্কুলছাত্রী হত্যার ঘটনায় বাবা আটক

তৃতীয় শ্রেনীর স্কুলছাত্রী হত্যার ঘটনায় পুলিশের সংবাদ সম্মেলন

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

বরিশালে তৃতীয় শ্রেনীর স্কুলছাত্রী হত্যার ঘটনায় বাবা আটক

  • বরিশাল ব্যুরো
  • প্রকাশিত ০৭ নভেম্বর ২০১৮

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানাধীন সাপানিয়া এলাকায় তৃতীয় শ্রেনীর ছাত্রী সাবিহা আক্তার অথৈকে হত্যার ঘটনায় তার বাবা কাজী গোলাম মোস্তফাকে আটক করা হয়েছে। শিশুকন্যাকে হত্যার সাথে পিতার জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হয়েই কাজী গোলাম মোস্তফাকে আটক করা হয়। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মোশারেফ হোসেন। নগরের আমতলা মোড়স্থ পুলিশ কমিশনার অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অথৈর মৃত্যুর খবরের পরপরই থানা পুলিশ তদন্তে নামে। তদন্তে নেমে নিহত সাবিহা আক্তার অথৈর বাবার দেয়ার তথ্যানুযায়ী একজনকে জিজ্ঞাসাবদের জন্য আটকও করা হয়। তবে তদন্তের সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে ১০-১২ লাখ টাকার দেনা-পাওনার একটি বিষয় সামনে বেড়িয়ে আসে। যার সূত্র ধরে তদন্তে নেমেই অথৈর বাবাকে সন্দিগ্ধ আসামী হিসেবে আটক করা হয়’। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছে, অথৈর বাবার কাছে বেশ কয়েকজন টাকা পেতো। যে টাকা পরিশোধ করতে না পেরে সন্তানকে হত্যা করে প্রতিপক্ষকে ফাঁসাতে চেয়েছিলো কাজী গোলাম মোস্তফা। তবে যেহেতু এখানে আইন-আদালতের বিষয় রয়েছে তাই বিষয়টি অধিকতরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে প্রাথমিকভাবে জিজ্জাসাবাদে বাবার দেয়া তথ্যের বরাত দিয়ে থানা পুলিশ জানিয়েছে, ঘটনার দিন সকালে মেয়েকে স্কুলে নিয়ে যাবার কথা বলে মোটরসাইকেলে ঘর থেকে বের হয়। তাকে স্কুলে না নিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে নগরের সদর রোডের সাউথ ইষ্ট ব্যাংকের পাশে বিসিসি’র পানির পাম্প হাউসের পাশে থাকা রুমে নিয়ে যায়। সেখানেই নিজ হাতে আদরের একমাত্র কন্যা অথৈকে শ্বাস রোধ করে হত্যা করে বাবা। পরে সেখান থেকে বাড়ির পাশের লেবুর বাগানে নিজেই মেয়ের লাশ রেখে আসেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads