• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
প্রধানমন্ত্রীর ভাতিজা পরিচয়ে মনোনয়ন বাণিজ্যের চেষ্টা : থানায় জিডি

মানচিত্রে রংপুর

সংগৃহীত ছবি

অপরাধ

প্রধানমন্ত্রীর ভাতিজা পরিচয়ে মনোনয়ন বাণিজ্যের চেষ্টা : থানায় জিডি

  • পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ নভেম্বর ২০১৮

প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা পরিচয় দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে আসন্ন একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পাইয়ে দেয়ার নিশ্চয়তা প্রদান করে প্রতারণা করায় বুধবার রাতে রংপুরের পীরগঞ্জ থানায় জিডি করা হয়েছে।

পীরগঞ্জ থানার জিডি সূত্রে জানা গেছে, আসন্ন একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় টিকিট পাইয়ে দেয়ার নিশ্চয়তা প্রদান করে নিজেকে প্রয়াত ড. ওয়াজেদ মিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা, পীরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ.এস.এম তাজিমুল ইসলাম শামীম পরিচয় দিয়ে বিভিন্ন এলাকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতাদের কাছে ০১৭৩৬৯৩৪০২৭ নম্বর থেকে ফোন করে মোটা অংকের টাকা দাবী করা হচ্ছে।

বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হয়ে প্রয়াত ড. ওয়াজেদ মিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা, পীরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ.এস.এম তাজিমুল ইসলাম শামীম বুধবার রাতে পীরগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন বিএসসি বলেন, ‘আমি নিজে ওই নাম্বারে ফোন দিলে অজ্ঞাতনামা ব্যক্তিটি আমাকে ‘আমি প্রধানমন্ত্রীর ভাতিজা তাজিমুল ইসলাম শামীম’ বলে পরিচয় দেন। এরপর আমরা নিশ্চিত হই, প্রধানমন্ত্রীর পরিবারকে হেয় করার জন্য একটি প্রতারক চক্র কাজ করছে’। ড. ওয়াজেদ মিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা, পীরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ.এস.এম তাজিমুল ইসলাম শামীম জানান, ‘আমার পরিবারকে হেয় করা এবং আমার ব্যক্তি ইমেজকে ক্ষুন্ন করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে। অপরাধী চক্রটিকে চিহ্নিত করার জন্য থানায় জিডি করেছি এবং আমি নিজেও বিভিন্ন মাধ্যমে চেষ্টা করছি’। পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা ওই মোবাইল নম্বরটি ট্রাক করে অপরাধী সনাক্ত করার চেষ্টা চালাচ্ছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads