• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
সরকারের হস্তক্ষেপ চেয়ে দুদকের চিঠি

লোগো দুর্নীতি দমন কমিশন (দুদক)

অপরাধ

এসএসসি পরীক্ষার ফরমে বাড়তি ফি

সরকারের হস্তক্ষেপ চেয়ে দুদকের চিঠি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ নভেম্বর ২০১৮

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফরম পূরণে ‘উন্নয়ন ফি’ নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে সরকারের হস্তক্ষেপ চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার সংস্থাটির ভারপ্রাপ্ত সচিব সারোয়ার মাহমুদের স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি চিঠি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণের সময় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু দুর্নীতিপরায়ণ শিক্ষক সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত ফি আদায় করছেন মর্মে দুদকের অভিযোগ কেন্দ্রে (১০৬) প্রচুর অভিযোগ পাওয়া যাচ্ছে। এ অনিয়মের বিরুদ্ধে সম্প্রতি কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের এনফোর্সমেন্ট টিম সরেজমিনে অনুসন্ধান করে এর সত্যতা পেয়েছে। চিঠিতে আরো বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত অর্থের বিনিময়ে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদেরও ‘কৃতকার্য’ দেখিয়ে ফরম পূরণের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। এ ধরনের অপতৎপরতা সারাদেশে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সুনাম ও ভাবমূর্তি নষ্ট করছে বলে মনে করে দুদক।

এ পরিস্থিতিতে পরীক্ষা সংক্রান্ত দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে দুদক।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads