• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
নরসিংদীতে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন

নিহত তানভির আহাম্মেদ

ছবি :

অপরাধ

নরসিংদীতে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন

  • নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
  • প্রকাশিত ২২ নভেম্বর ২০১৮

নরসিংদীতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এক ছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে বাড়ী থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় বাড়ীর অদূরে তাকে হত্যা করা হয়। নিহত তানভির আহাম্মেদ খান বীরপুর এলাকার নাসির উদ্দি খানের ছেলে। সে এবার নটরডেম কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। এঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।

পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানাযায়, নিহত কলেজ ছাত্র তানভির আহাম্মেদ বই-পত্র আনার জন্য সকাল ৬টার দিকে ট্রেন যোগে ঢাকায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সন্তানের খোঁজ নেয়ার জন্য সকাল ১০টায় তার মা তাকে ফোন দেয়। কিন্তু কোন সাড়া পাওয়া যায়নি। স্থানীয়রা বীরপুর স্কুলের পাশে একটি দোকানের পিছন থেকে বুকে ছুরিবিদ্ধ একটি লাশ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও নিহতের বাড়িতে খবর দেয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

অপর একটি সূত্রে জানাযায়, বীরপুর ও শিক্ষা চত্তর এলাকার বাবু ওরফে সানি, রাব্বি সহ ৪/৫ জনের একটি চক্র ছিনতাই সহ নানা অপরাধের সাথে জড়িত। চক্রটি বিভিন্ন সময় নানা অপরাধ কর্মকান্ড করে বেড়ায়। স্থানীয়দের ধারনা, নিহত তানবির সকালে ঢাকায় যাওয়ার সময় ছিনতাইয়ের উদ্দেশ্যে তার গতিরোধ করা হয়। এসময় নিহত তানভিরের মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এতে বাধা দিলে ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করে। এসময় তাৎক্ষনিক তার মৃত্যু হয়। ঘটনার পরপরই এলাকা ছেড়ে গাঁ ঢাকা দেয় চক্রটি।

রেলওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ শাহ আলম জানায়, ধারনা করা হচ্ছে ছিনতাইকারীর কবলে পড়ে এ হত্যাকান্ড সংগঠিত হয়। হত্যার পর দুর্বৃত্বরা তাকে রেললাইনের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads