সাগরপথে অবৈধভাবে মালেয়শিয়া পাচারের প্রস্তুতির সময় কক্সবাজারের টেকনাফ থেকে নারীসহ ১০ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে র্যাব-৭।
আজ (৩০ নভেম্বর) ভোর রাতে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ মাজেরপাড়া এলাকার আব্দুর রহমানের বাড়ি থেকে এসব রোহিঙ্গাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া রোহিঙ্গারাদের মধ্যে ৫ জন কুতুপালং, ৩ জন থাইংখালী, ১ জন টেকনাফের জাদিমোরা ও ১ জন মুচনি রোহিঙ্গা ক্যাম্পের। এরা প্রত্যেকেই মালেয়শিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
এসময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে বাড়ি মালিক আব্দুর রহমানকে আটক করা হয়। আটক আব্দুর রহমান ওই এলাকার ফজলুল হকের ছেলে।
র্যাব-৭ সিপিসি-২ টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মির্জা সাহেদ মাহতাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব খবর পায় যে টেকনাফের শাহপরীর দ্বীপ মাজেরপাড়া আব্দুর রহমানের বাড়িতে কিছু সংখ্যক রোহিঙ্গা অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে র্যাব-৭ সিপিসি-২ টেকনাফ ক্যাম্পের সদস্যরা অভিযানে নামেন। এসময় নারীসহ দশজন রোহিঙ্গা ও পাচারকাজে জড়িত থাকার অভিযোগে বাড়ি মালিক আব্দুর রহমানকে আটক করা হয়।
আটক আব্দুর রহমানকে সংশ্লিষ্ট আইনে আটক দেখিয়ে টেকনাফ পুলিশের কাছে হস্তান্তের প্রক্রিয়া চলছে।